Advertisement
Advertisement
Hooghly

পার্সেল ডেলিভারির নামে আর্থিক প্রতারণা! লিংকে ক্লিক করতেই ৮ লক্ষ টাকা খোয়ালেন ব্যবসায়ী

পুলিশের দ্বারস্থ ওই ব্যবসায়ী।

Financial fraud in the name of delivery in Hooghly | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 30, 2023 1:54 pm
  • Updated:April 30, 2023 1:54 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: পার্সেল ডেলিভারি করার নামে আর্থিক প্রতারণা। ডেলিভারি সংস্থার পাঠানো লিংকে ক্লিক করতেই পরিবহণ ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও ৮ লক্ষ টাকা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির (Hooghly) উত্তরপাড়ায়। পুলিশের দ্বারস্থ প্রতারিত ব্যবসায়ী।

প্রতারিত ওই ব্যবসায়ীর নাম রঞ্জিত কর্মকার। উত্তরপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসার কাজের সূত্রে প্রায়শই তাঁর বাড়িতে বিভিন্ন ধরনের পার্সেল আসত। শনিবার সকালে অনলাইন ই-কমার্স সংস্থার নাম করে ওই ব্যবসায়ীর কাছে একটি ফোন আসে। ফোনে ব্যবসায়ীকে বলা হয়, ডেলিভারি বয় পার্সেল ডেলিভারি দিতে গিয়ে বাড়ি খুঁজে পাচ্ছেন না। তাই ব্যবসায়ীর মোবাইলে একটা ডেলিভারি কোড পাঠানো হচ্ছে। সেই কোডটি ও নিজের ঠিকানা ডেলিভারি বয়কে দিয়ে দিতে বলা হয়। এরপরই রঞ্জিতবাবুর মোবাইলে একটা লিংক পাঠানো হয়। তার রেফারেন্স নাম্বার পাঠিয়ে দিতে বলা হয়।

Advertisement

Advertisement

[আরও পড়ুন: ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মাইলস্টোন’, বোলপুরে তৈরি হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি]

প্রতারকদের চক্রান্ত না বুঝতে পেরে ওই রেফারেন্স নম্বর পাঠানোর সংস্থাকে দিতেই একের পর এক ওটিপি যায় ব্যবসায়ীর কাছে। রঞ্জিত কর্মকার জানান, তখনই তাঁর একটি বেসরকারি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট ও কারেন্ট অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এই ঘটনায় রঞ্জিতবাবু উত্তরপাড়া থানায় ও চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে একটি প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ব্যবসায়ী দাবি, তিনি কোনও ওটিপি না পাঠানো সত্ত্বেও তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গিয়েছে। কিন্তু কীভাবে সেটাই প্রশ্ন।

[আরও পড়ুন: দু’মাসে ২ কোটি টাকা লেনদেন! তথ্য খতিয়ে দেখতে তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ককে CBI তলব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ