রাজা দাস: মঙ্গলবার ছিল তামাক বিরোধী দিবস৷ আর এ দিনেই তামাকের উপর নিষেধাজ্ঞা জারি করে নজির গড়ল দক্ষিণ দিনাজপুর৷ তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধ করতে আগে কয়েকটি জেলায় কিছু দৃঢ় পদক্ষেপ নেওয়া হলেও, রাজ্যে এই প্রথম একেবারে ধুন্ধুমার প্রচার চালিয়ে তামাক জাত দ্রব্যের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন৷ লিফলেট থেকে মাইকপ্রচারে জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে, প্রকাশ্যে বিড়ি-সিগারেট খেলে বা তামাকজাত দ্রব্য ব্যবহার করলে ২০০ টাকা জরিমানা দিতে হবে৷ শুধু সাধারণ মানুষ নয়, জেলা প্রশাসন জানিয়েছে, ব্যবসায়ীরাও যাতে তামাকজাত দ্রব্য বিক্রি না করে, সেদিকেও কড়া নজর রাখা হবে৷ এব্যাপারে ভিজিল্যান্স কমিটিও গড়ে দিয়েছে জেলা প্রশাসন৷
বিড়ি-সিগারেট ও তামাকজাত দ্রব্য ব্যবহার কমাতে কেন্দ্র প্যাকেটের পঁচাত্তর শতাংশ অংশে কুপ্রভাবের ছবি ছাপা বাধ্যতামূলক করেছে৷ যদি ভয়ঙ্কর পরিণতির ছবি দেখে মানুষের শুভবুদ্ধির উদয় হয়৷ কিন্তু সর্বস্তরে ব্যাপক প্রচার চালিয়ে তামাকজাত দ্রব্যের ব্যবহারে এই নিষেধাজ্ঞায় উত্তরবঙ্গে তো বটেই, এ রাজ্যে দৃষ্টান্ত স্থাপন করল দক্ষিণ দিনাজপুর৷ সেক্ষেত্রে জেলা প্রশাসনের সহজ হিসাব, প্রচার ও জরিমানা করে বাসে, ট্রেনে যদি ধূমপান বন্ধ করা যায়, তাহলে প্রকাশ্য স্থানে কেন নয়? সেক্ষেত্রে তাদের সামনে পাশের রাজ্য বিহারে মদ্যপানের উপর নিষেধাজ্ঞা জারির উদাহরণও রয়েছে৷
সিগারেট অ্যান্ড আদার্স টোবাকো অ্যাক্ট অনুসারে ধূমপান ও তামাক ব্যবহার নিষিদ্ধ করতে বেশ কিছুদিন ধরে তোড়জোড় চালাচ্ছিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন৷ জেলাশাসক তাপস চৌধুরি ও মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুকুমার দের উদ্যোগে বিভিন্ন সরকারি দফতর, সংগঠনকে নিয়ে জেলাস্তরে ভিজিল্যান্স কমিটিও গড়ে ফেলেন৷ দিন হিসাবে বেছে নিলেন মঙ্গলবারকে৷ তামাক বিরোধী দিবসকে সামনে রেখে বালুরঘাটে এক সচেতনতা প্রচার অভিযান চালিয়ে জেলায় মাদক নিষিদ্ধ করা হয়৷ জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার মানুষ৷ দক্ষিণ দিনাজপুরকে মডেল করে অনান্য জেলাও তামাক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার প্রক্রিয়া শুরু করবে বলে মনে করা হচ্ছে৷