Advertisement
Advertisement
Ticket counter

বৃষ্টিতে বিপত্তি! ভর সন্ধ্যায় কাঁকিনাড়া স্টেশনের টিকিট কাউন্টারে আগুন, ব্যাহত ট্রেন চলাচল

বেশ কিছুক্ষণের জন্য শিয়ালদহ আপ ও ডাউন ট্রেনে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।

Fire engulfs in rail ticket counter at Kakinara during rain and storm
Published by: Sucheta Sengupta
  • Posted:May 23, 2025 8:56 pm
  • Updated:May 23, 2025 9:17 pm  

অর্ণব দাস, বারাকপুর: ভর সন্ধ্যায় বৃষ্টি শুরু হতেই বিপত্তি। শুক্রবার বৃষ্টি, বজ্রপাতের মধ্যে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া স্টেশনের টিকিট কাউন্টারে আচমকাই অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলে উঠল আগুন। অল্পের জন্য রক্ষা পেলেন কাউন্টারের কর্মীরা। এই ঘটনায় হুলুস্থুল পড়ে যায় গোটা স্টেশনে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। জল ছিটিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভে। তবে আতঙ্ক কাটছে না এখনও। এই দুর্ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় বেশ কিছুক্ষণের জন্য শিয়ালদহ আপ ও ডাউন ট্রেনে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। অফিস ফেরতা সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

Advertisement

সময় তখন রাত প্রায় আটটা ছুঁইছুঁই। শিয়ালদহ মেন লাইনের রেল স্টেশনগুলি যাত্রীদের ভিড়ে সরগরম। বিভিন্ন প্ল্যাটফর্মে ভিড়। এমনই সময় কাঁকিনাড়া রেল স্টেশনের টিকিট কাউন্টার থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখেন পথচারীরা। সতর্ক করার পর দেখা যায় কাউন্টারে আগুন লেগে গিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। কাউন্টারে নানা যন্ত্রপাতি থাকে। আগুনে সেসব কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে অবশ্য দমকল বাহিনী কাঁকিনাড়া রেল স্টেশনের টিকিট কাউন্টারে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনার জেরে কাউন্টার থেকে টিকিট দেওয়া বন্ধ  আপাতত। যন্ত্রপাতির পরিস্থিতি দেখে তবেই ফের টিকিট কাটার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। কী থেকে এমন আগুন লাগল? দমকলের প্রাথমিক অনুমান, বৃষ্টি, বজ্রপাতের মধ্যেই বিদ্যুৎ সংযোগে সমস্যা হওয়ায় আগুন লেগে গিয়েছে।  তবে সঠিক কারণ জানতে তদন্ত করা হবে। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মে থাকা যাত্রী, হকারদের মধ্যে। প্রভাব পড়ে ট্রেন চলাচলেও। রাতের দিকে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement