Advertisement
Advertisement

Breaking News

বাজি কারখানায় বিধ্বংসী আগুন, জখম অন্তত সাত

পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা৷

Fires guts cracker factory in S 24 Parganas, 7 injured

ছবি: প্রতীকী

Published by: Kumaresh Halder
  • Posted:October 7, 2018 1:55 pm
  • Updated:October 7, 2018 1:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাজি কারখানায় বিধ্বংসী আগুন৷ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি৷ কারখানার ধ্বংসস্তূপের মধ্যে বেশ কয়েকজন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা স্থানীয়দের৷ এখনও পর্যন্ত গুরুতর জখম অবস্থায় সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে দমকলের দু’টি ইঞ্জিন৷ ঘন জনবসতি পূর্ণ এলাকায় মধ্যে বাজি কারখানায় আগুন লাগার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোবিন্দপুর বাইপাস চত্বরে৷ আগুন লাগার কারণ জানতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বারুইপুর থানার পুলিশ ও দমকলের আধিকারিকরা৷

[কোলিয়াড়িতে দুর্ঘটনা, চাঙড় ভেঙে ২ ইসিএল কর্মীর মৃত্যু]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে গোবিন্দপুরে একটি কারখানায় বাজি তৈরি করছিলেন বেশ কয়েকজন শ্রমিক৷ রবিবার সকালে কাজ চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে৷ কিছু বোঝার আগেই আগুনে গ্রাসে চলে যায় গোটা কারখানা৷ তাসের ঘরের মতো ভেঙে পড়ে গোটা কারখানা৷ কারখানার পাঁচিল-সহ গোটা বাড়িটিই ভেঙে পড়ে৷ কারখানায় মধ্যেই বেশ কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা৷ পরে স্থানীয়দের চেষ্টায় অগ্নিদগ্ধ সাত শ্রমিককে উদ্ধার করে৷ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল৷ দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকল কর্মীরা৷ শেষ পাওয়া খবর, এদিন বেলা দেড়টা পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি৷ আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে যাওয়া রুখতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে দমকল৷ জানা গিয়েছে, ঘন জনবসতি পূর্ণ এলাকায় হওয়ায় কারখানার পাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দমকল সূত্রে খবর৷

Advertisement

[‘পিঠের ছাল তুলে নুন মাখিয়ে রাস্তায় ফেলে রাখব’, ইসলামপুরে হুমকি দিলীপের]

Advertisement

কিন্তু, ঘন জনবসতি পূর্ণ এলাকায় কীভাবে গজিয়ে উঠল বাজি কারখানা? এলাকায় বাজি কারখানা গজিয়ে উঠলেও কেন পুলিশ কোনও ব্যবস্থায় নিল না৷ পুজোর মুখে এলাকায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা৷ তবে, ক্ষোভ থাকলেও গোটা বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই দমকল আধিকারিক ও বারুইপুর থানার পুলিশ কর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বলে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ