Advertisement
Advertisement
Sundarban

কাঁকড়া ধরতে গিয়ে বিপত্তি, নৌকোয় আচমকা হানা জলদস্যুর! তারপর…

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Fisherman of Sundarban faces harassment in Forest
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 14, 2025 11:54 am
  • Updated:February 14, 2025 11:54 am  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কাঁকড়া ধরতে নৌকোয় দুই মৎস্যজীবী গিয়েছিলেন সুন্দরবনের আরবেশের জঙ্গলে। আচমকা জলদস্যুর হানা! মারধর করে চোখের সামনে মোবাইল-সহ যা ছিল, তা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। খালি নৌকো নিয়ে কোনওক্রমে ঘরে ফিরলেন মৎস্যজীবীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সুন্দরবনের বিস্তীর্ণ অংশের বাসিন্দাদের পেটের তাগিয়ে নিয়মিত যেতে হয় গভীর জঙ্গলে। সেখানে প্রতিমুহূর্তে মৃত্যুর হাতছানি। বহু মৎস্যজীবী বাঘের কবলে পড়েন। মৃত্যুর ঘটনাও নেহাত কম ঘটে না। তা সত্ত্বেও উপার্জনের তাগিদে কাঁকড়া, মাছ ধরতে মৎস্যজীবীদের যেতেই হয়। বৃহস্পতিবার সুন্দরবনের ছোট মোল্লাখালির বাসিন্দা ২ মৎস্যজীবী গিয়েছিলেন আরবেশের জঙ্গলে। আচমকাই ৫ থেকে ৬ জনের একটি দল হামলা চালায় ওই নৌকোয়।

Advertisement

অভিযোগ, দুই মৎস্যজীবীকেই বেধড়ক মারধর করা হয়। তাঁদের কাছে থাকা মোবাইল, জাল ও যাবতীয় সবকিছু ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। বাধা দিয়েও কোনও লাভ হয়নি। এরপর আহত অবস্থায় খালি নৌকো নিয়ে কোনওক্রমে ঘরে ফেরেন মৎস্যজীবীরা। তারপরই থানায় অভিযোগ দায়ে করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ও বনদপ্তর। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে মৎস্যজীবীদের মধ্যে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement