Advertisement
Advertisement

Breaking News

সুন্দরবনে ফের বাঘের হানায় মৃত মৎস্যজীবী

সঙ্গীরা বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।

fishermen dead in Sundarbans
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 24, 2018 12:01 pm
  • Updated:October 30, 2018 5:26 pm

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফের সুন্দরবনে বাঘের হানা৷ বাঘের আক্রমণে মৃত মৃৎস্যজীবী৷ গত সপ্তাহে সুন্দরবনের বেনিফেলীর জঙ্গল লাগোয়া নদীতে মাছ ধরতে যান তিন মৎস্যজীবী৷ মাছ ধরতে গিয়ে মঙ্গলবার বাঘের আক্রমণে কাশীনাথ সিং নামের এক মৎস্যজীবীর মৃত্যু হয়৷

[চাকরির টোপ দিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, একঘরে অভিযুক্তর পরিবার]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশীনাথ সিং, খোকন মণ্ডল ও নিতাই ঢালি নামের তিন মৎস্যজীবী কাঁকড়া ধরতে যান বেনিফেলীর জঙ্গলে৷ সোমবার বিকেলে জঙ্গল থেকে ফেরার পথে সুন্দরবনের বেনিফেলীর জঙ্গলে অদূরেই কাশীনাথ সিং নামের ওই মৎস্যজীবীর উপর আক্রমণ করে বাঘ৷ নদী থেকে মাছের জাল তোলার সময় পিছন দিক থেকে একটি বাঘ হামলা করে৷ জঙ্গলের ভিতর তুলে নিয়ে যায় কাশীনাথকে৷ তাঁকে উদ্ধার করতে জঙ্গলের ভিতর ঢোকেন তাঁর সঙ্গীরা৷ বাকি দুই মৎস্যজীবী তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি৷ পরে আশঙ্কাজনক অবস্থায় মৎস্যজীবীকে কুলতলির জামতলার ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

Advertisement
[দেওয়াল লিখনে নয়া চমক, ভোট পেতে ‘জয় শ্রীরাম’ই হাতিয়ার গেরুয়া শিবিরের]

কয়েক দিন আগে কুলতলির এক মৎস্যজীবী গভীর জঙ্গলের ভিতর খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে একই অবস্থার মুখে পড়েছিলেন। তাঁকেও টেনে নিয়ে গিয়েছিল একটি বাঘ। চলতি মরশুমে তিনবার কোর এরিয়ার বাইরে বেরিয়ে আসতে দেখা গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে। জানা গিয়েছে, কাঁকড়া ধরার বৈধতা থাকার কারণে সরকারি নিয়ম মেনেই ক্ষতিপূরণ পাবে নিহত মৎস্যজীবীর পরিবার৷

Advertisement
[হাওড়ায় মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ, ‘মিথ্যে নাটক’ বলছে শাসকদল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ