Advertisement
Advertisement

অপুষ্টিতে আক্রান্ত পরিবারকে খাবার দিয়ে সাহায্য রাজ্যের

প্রতি মাসে ৫ কেজি করে চাল, আড়াই কেজি করে আটা, ১ কেজি করে মুসুর ডাল ও ১ কেজি করে ছোলা দেওয়া হবে৷

Food package will be delivered to the people who suffer from malnutrution
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2016 9:09 am
  • Updated:January 28, 2020 4:12 pm

স্টাফ রিপোর্টার: অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুর জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করল খাদ্য দফতর৷ প্রতি মাসে ৫ কেজি করে চাল, আড়াই কেজি করে আটা, ১ কেজি করে মুসুর ডাল ও ১ কেজি করে ছোলা দেওয়া হবে৷

মঙ্গলবার খাদ্যভবনে উদযাপিত হয় বিশ্ব খাদ্য দিবস৷ সেখানেই অপুষ্টিতে আক্রান্ত শিশু ও মায়েদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়৷ এদিনই একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ ওই ওয়েবসাইটে তথ্য সহকারে দেওয়া থাকবে, রাজ্যে অপুষ্টিতে আক্রান্তের সংখ্যা কত? কী কী খাদ্যসামগ্রী কত পরিমাণে দেওয়া হচ্ছে? ‘ফুড কুপন’ ওই ওয়েবসাইট থেকে পাবেন গ্রাহকরা৷ খাদ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, শিশু জন্ম নেওয়ার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েদেবে, শিশুটি অপুষ্টিতে আক্রান্ত কি না৷ অপুষ্টিতে আক্রান্ত হলে শিশুটির নাম, মায়ের নাম ঠিকানা-সহ একাধিক তথ্য পাঠিয়েদেব স্বাস্থ্য দফতর কিংবা নারী-শিশু ও সমাজকল্যাণ দফতরে৷ তার পরেই শিশুটির নাম তালিকাভুক্ত হবে৷ বছরভর দেওয়া হবে প্যাকেজ৷ বিগত বছরে ৪৬০৩ জনকে এই প্যাকেজ দেওয়া হয়েছে৷

Advertisement

এদিনের অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “রাজ্যে ৮ কোটি মানুষকে সরকার ২ টাকা কেজি দরে চাল দিচ্ছে৷ এছাড়াও আদিবাসী, আয়লা, জঙ্গলমহল এলাকার মানুষদেরও সরকারের পক্ষ থেকে বিশেষ প্যাকেজ দেওয়া হচ্ছে৷ কেউ খেতে  না পেয়ে মারা যাবেন না, তার দিকে বিশেষ নজর রয়েছে সরকারের৷” এই প্রসঙ্গেই সুব্রতবাবু উল্লেখ করেন, “চা বাগানে তৃণমূল সরকারের আমলে কেউ খেতে না পেয়ে মারা যাননি৷ অসুস্থতার কারণেই মারা গিয়েছেন৷” এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা, তপন দাশগুপ্ত ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়৷ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “সবার জন্য খাবার–এটাই সরকারের লক্ষ্য৷” আগে ১৪১০ টোটোপাড়ার বাসিন্দাদের নিখরচায় খাদ্যসামগ্রী প্রদান করত সরকার৷ এবার তা বেড়ে হয়েছে ১৫৭২ জন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ