Advertisement
Advertisement
বনদপ্তর, পুরুলিয়া

অযোধ্যা পাহাড়ে জঙ্গল বাঁচাতে বিজ্ঞপ্তি জারি বনদপ্তরের

এভাবে জঙ্গল ও বন্যপ্রাণ বাঁচানো সম্ভব হবে, দাবি বনদপ্তরের।

Forest department issued a notification to protect forest
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 11, 2019 5:14 pm
  • Updated:April 11, 2019 5:14 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: শিকার উৎসবের আগে অযোধ্যা পাহাড়ের জঙ্গল ও বন্যপ্রাণ বাঁচাতে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে বনাঞ্চলে অভিযানে নামল বনদপ্তর। পুরুলিয়া বিভাগ থেকে ওই বিজ্ঞপ্তি জারি করে গ্রামে গ্রামে জঙ্গল ও বন্যপ্রাণ বাঁচানো নিয়ে যেমন সচেতনতার প্রচার করছে তেমনই অভিযানও শুরু হয়েছে। এই অভিযানে জঙ্গলের ভেতরে যেভাবে কাঠকয়লার বেআইনি কারবার চলছে তা বন্ধ করতেও মাঠে নেমেছেন বনকর্মীরা। আগামী দু’-তিনদিনের মধ্যে এই বেআইনি কারবার বন্ধ না করলে ওই কাঠকয়লার ভাটা ভেঙে তার মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে বলে সচেতনতার প্রচার ও অভিযানে মাইকিং করে জানাচ্ছে বনদপ্তর।

[আরও পড়ুন: ‘২৬ মে মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বাজবে’, রাজ্যকে বেনজির আক্রমণ অমিতের]

আগামী ১৮ মে বুদ্ধ পূর্ণিমাতে অযোধ্যা পাহাড়ে শিকার উৎসব রয়েছে। তাই পুরুলিয়া বিভাগের সমস্ত বনাঞ্চল জঙ্গল ও বন্যপ্রাণ বাঁচাতে সচেতনতার প্রচারের সঙ্গে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে পুরুলিয়া বনবিভাগ। বাঘমুন্ডি বনাঞ্চলের পাশাপাশি বলরামপুর বনাঞ্চলও এই অভিযান শুরু করেছে। পুরুলিয়া বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ‘জঙ্গলে আগুন লাগানো একটি সামাজিক অপরাধ। কিছু দুষ্কৃতীর জন্য জীবকূল-প্রাণীকূল এবং জীব বৈচিত্র্য সঙ্কটের মুখে। জঙ্গলে আগুন লাগালে ভারতীয় বন আইন ১৯২৭-র ধারা ৩৩(১)(ঘ) অনুযায়ী এক বছর পর্যন্ত জেল বা জরিমানা বা দুই-ই হতে পারে।’ পুরুলিয়া বিভাগের ডিএফও রামপ্রসাদ বদানা বলেন, ‘জঙ্গল বাঁচাতে আমরা বিজ্ঞপ্তি জারি করেছি। সামনেই শিকার উৎসব, তাই শিকার বন্ধে যেমন প্রচার চলছে তেমনই অভিযানও শুরু হয়েছে। জঙ্গলে কাঠকয়লা তৈরি-সহ কোনও বেআইনি কাজ আমরা করতে দেব না।’

Advertisement

ফি বছরই পাতা ঝরার মরশুমে অযোধ্যা পাহাড়ের জঙ্গলে শিকার করতে বন্যপ্রাণের ডেরায় আগুন লাগিয়ে তাদের পালানোর পথে ফাঁদ পেতে ধরা হয়। তাই বন্যপ্রাণকে শিকারের হাত থেকে বাঁচাতে পুরুলিয়া বনবিভাগ একেবারে কোমর বেঁধে নেমেছে। বাঘমুন্ডি বনাঞ্চল এই কাজ আগেই শুরু করেছিল। এবার পথে নামল বলরামপুর বনাঞ্চলও। তবে জঙ্গল বাঁচাতে এভাবে বিজ্ঞপ্তি জারি করা এই প্রথম। এই কাজে পুরুলিয়া বন বিভাগের প্রচারে বন দপ্তরের কর্মীরা এক একটি টিম করে গ্রামে গ্রামে গিয়ে যেমন বৈঠক করছেন তেমনই বন্যপ্রাণ বাঁচানোর জন্য মাইকে প্রচারের পাশাপাশি প্রচারপত্রও বিলি করা হচ্ছে।

[আরও পড়ুন: উপনির্বাচনে উত্তাপহীন কৃষ্ণগঞ্জ, ২৯ এপ্রিল ভোট হলেও প্রচারের চিহ্নই নেই]

তবে জঙ্গল ও বন্যপ্রাণ বাঁচাতে বন দপ্তরের নিয়মিত টহল চলে। কিন্তু সেই টহল ছাড়াও মানুষের মধ্যে বন্যপ্রাণ সচেতনতায় এবার গ্রামে গ্রামে গিয়ে বৈঠকের পাশাপাশি অভিযান শুরু হয়েছে। বলরামপুর বনাঞ্চলের আধিকারিক সুবিনয় পান্ডা বলেন, ‘জঙ্গল বাঁচাতে শুধু সচেতনতার প্রচার নয়, প্রয়োজনে আমরা একটু কড়া হয়ে অভিযান চালাচ্ছি। সেইজন্য বিজ্ঞপ্তি জারি করে আগে থেকে মানুষকে সতর্ক করা হচ্ছে। এরপর জঙ্গলে কোনওরকম বেআইনি কাজ হলে একেবারে বিধি মেনে ব্যবস্থা নেওয়া হবে।’ কিছুদিন আগে বলরামপুর বনাঞ্চল কাঠকয়লা বন্ধে একাধিক ভাটি ভেঙে দিয়েছিলেন বনকর্মীরা। আসলে গত বছর ঝাড়গ্রামের জঙ্গলে যেভাবে একটি ‘রয়্যাল বেঙ্গল টাইগার’কে মেরে ফেলা হয়েছিল তাতে উদ্বিগ্ন বনদপ্তর। এরপর থেকেই জঙ্গলমহলের চার জেলায় অন্তত সতর্ক তাঁরা।

ছবি: অমিত সিং দেও

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement