Advertisement
Advertisement

Breaking News

Royal Bengal Tiger

কুলতলির ত্রাস রয়্যাল বেঙ্গল টাইগার কোথায়? অবস্থান জেনে খাঁচাবন্দি করার অপেক্ষায় বনকর্মীরা

আজকের মধ্যে ধরা পড়বে বাঘ, আশার প্রহর গুনছে বনদপ্তর।

Forest guards trying hard to capture Royal Bengal Tiger at Kultali | Sangbad Pratidin

ছবি: বিশ্বজিৎ নস্কর

Published by: Sucheta Sengupta
  • Posted:December 27, 2021 11:27 am
  • Updated:December 27, 2021 12:43 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: টানা ৫ দিন ধরে লাগাতার চেষ্টা চলছে। কিন্তু বাঘে-মানুষের লুকোচুরি খেলা যেন কিছুতেই শেষ হচ্ছে না। সুন্দরবন (Sunderban) লাগোয়া কুলতলির জঙ্গলে কোথায় যে ঘাপটি মেরে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger), তা এতক্ষণে বুঝে ফেলেছেন বনকর্মীরা। সেইমতো অবস্থান নির্ণয় করে ‘বাঘমামা’কে খাঁচাবন্দি করার আপ্রাণ চেষ্টা চলছে। কিন্তু এখনও অধরা দক্ষিণরায়। যদিও বাঘের সঠিক অবস্থান জেনে জালে আনার সবরকম প্রস্তুতি নেওয়ার পর বনকর্মীদের আশা, আজকের মধ্যেই রয়্যাল বেঙ্গল টাইগার ধরা পড়বে।

Tiger
৩ কিমি এলাকায় জাল ফেলা হচ্ছে। ছবি: বিশ্বজিৎ নস্কর।

কুলতলিতে (Kultali) লোকালয় লাগোয়া জঙ্গলেই বিচরণ করছে বাঘ। সেইমতো বিস্তীর্ণ এলাকা জুড়ে জাল পাতা হয়েছিল। খাঁচাবন্দি করার প্রক্রিয়া শুরু হয়। ঘুমপাড়ানি গুলি, মাচা বেঁধে উপর থেকে নজরদারি – সবরকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। তবে বাঘ বারবার উঁকি দিয়েও ধরা পড়ছিল না কিছুতেই। সোমবার সকাল থেকে তাই নতুন করে ফের তল্লাশি শুরু করেন বনকর্মীরা। তাতেই দক্ষিণরায়ের সঠিক অবস্থান জানতে পারেন বলে দাবি তাঁদের। জঙ্গলের তিন কিলোমিটারের মধ্যেই রয়্যাল বেঙ্গলটি লুকিয়ে রয়েছে বলে নিশ্চিত বনদপ্তর (Forest Department)। এই ৩ কিলোমিটার এলাকাজুড়ে নতুন করে জাল পাতা হয়। পাশাপাশি গাছের উপর মাচা বেঁধে পাহারা দিতে থাকেন বনকর্মীরা।

Advertisement

[আরও পড়ুন: নিজের মেয়েকেই ধর্ষণ বাবার! থানায় নালিশ করলেন মা

বনদপ্তর সূত্রে খবর, বাঘকে জালে আনার জন্য যে নীরবতা এবং নিখুঁত পরিকল্পনা প্রয়োজন, তা রয়েছে। ঘুমপাড়ানি গুলি নিয়ে প্রস্তুত বনদপ্তরের ২ টি আলাদা টিম। চারপাশে নীরব পরিবেশও রয়েছে। ফলে খিদের টানে লোকালয়ের কাছাকাছি এলেই বাঘটি জালে ধরা পড়বে বলে মনে করা হচ্ছে। জালে টোপ হিসেবে ছাগল রাখা হয়েছে। গ্রামবাসীদের দাবি, এদিন সকালেও বাঘের তর্জন-গর্জন শোনা গিয়েছে। রবিবার বাঘের আতঙ্কে জঙ্গল থেকে পালাতে গিয়ে পড়ে জখম হয়েছেন একজন। শুক্রবার থেকে বাঘের আতঙ্ক ছড়িয়েছে লোকালয়ে। সেদিন থেকেই তাকে ধরতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। এখন অপেক্ষা, কখন ক্লান্ত রয়্যাল বেঙ্গল পাতা ফাঁদে পা দেয়। গ্রামবাসীরা এখনও আতঙ্কে। তবে বনদপ্তরের নিষেধ মেনে খুব একটা শোরগোল তুলছেন না তাঁরা। কারণ, কোনওরকম শব্দই বাঘ ধরার পক্ষে একেবারে প্রতিকূল।

Advertisement

[আরও পড়ুন: ফের ধাক্কা গেরুয়া শিবিরে! দলের WhatsApp গ্রুপ ছাড়লেন বাঁকুড়ার ৫ বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ