ছবি: প্রতীকী।
বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: প্রতারকদের খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত এক রেলকর্মী। ক্রেডিট কার্ড যাচাইয়ের নাম করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তাঁর অ্যাকাউন্ট থেকে তিন লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে। কৃষ্ণনগরে সাইবার ক্রাইম থানা ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত।
রানাঘাট শহরের শ্যামসুন্দর পাড়ায় থাকেন অনিমেষ চন্দ্র। রেলে চাকরি করতেন তিনি। অবসর নেওয়ার পর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে টাকা রেখেছিলেন অনিমেষবাবু। অবসরপ্রাপ্ত ওই রেলকর্মীর দাবি, ব্যাংকে যখন তিনি অ্যাকাউন্ট খুলেছিলেন, তখন একটি ক্রেডিট কার্ডও দেওয়া হয়েছিল। কিন্তু ক্রেডিট কার্ডটি ব্যবহার করতেন না। তাই কার্ডটি বাতিল করার জন্য ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছিলেন। ক্রেডিট কার্ডটি বাতিল করে দেওয়া হবে বলে জানানো হয়েছিল ব্যাংকের তরফে। কিন্তু ক্রেডিট কার্ডটি বাতিল তো হয়ইনি, উলটে কার্ডের তথ্য যাচাইয়ের অছিলায় অনিমেষবাবু অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
অনিমেষ চন্দ্রের বক্তব্য, দিন কয়েক আগে মহিলার ফোন পান। ফোনে হিন্দিতে ক্রেডিট কার্ড ভেরিফিকেশনের নাম করে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চায় সে। আর যেহেতু তিনি ক্রেডিট কার্ড বাতিলের আবেদন করেছিলেন, তাই তাঁর মনে কোনও সন্দেহ জাগেনি। ওই মহিলা যা যা তথ্য চেয়েছিল, সবই জানিয়ে দিয়েছিলেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওই গ্রাহকের দাবি, গত ২৩ জুলাই যখন ব্যাংকে পাসবই আপডেট করার যান, তখন জানতে পারেন, দফায় দফায় অ্যাকাউন্ট থেকে তিন লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই টাকায় আবার মুম্বইয়ে কেনাকাটাও করেছে প্রতারকরা! ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে অনিমেষ চন্দ্র। অভিযোগ জানিয়েছেন কৃষ্ণনগরের সাইবার ক্রাইম থানায়ও।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রানাঘাট শাখার ম্যানেজার মোহজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘গ্রাহকের অভিযোগ পেয়েছি। সাইবার ক্রাইম থানাকে সবরকম সাহায্য করা হবে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.