Advertisement
Advertisement

Breaking News

কাকলি ঘোষ দস্তিদার

সাংসদের সই জাল করে আয়কর জমা! তাজ্জব কাকলি ঘোষ দস্তিদার

ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ৷

IT returns submitted with fake signature of MP Kakali Ghosh Dastidar
Published by: Sayani Sen
  • Posted:August 1, 2019 1:20 pm
  • Updated:August 1, 2019 1:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়কর জমা দিতে গিয়ে তাজ্জব বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ তাঁর সই জাল করে অন্য কেউ আয়কর জমা দিয়েছেন বলেই অভিযোগ৷ ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি৷ সাইবার সেলের তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত বলেই জানান কাকলি ঘোষ দস্তিদার৷

[আরও পড়ুন: কাটমানি কোপে এবার মুকুল ও শুভ্রাংশু, কাঁচড়াপাড়ায় টার্গেট পিতা-পুত্র]

সাধারণত অনলাইনে আয়কর জমা দিয়ে থাকেন কাকলি ঘোষ দস্তিদার৷ তিনি জানাচ্ছেন, কোনও সময়েই সমস্যা হয়নি তাঁর৷ কিন্তু বুধবার এক্কেবারে অন্যরকম অভিজ্ঞতা সাক্ষী হলেন তৃণমূলের এই সাংসদ৷ তিনি বলেন, ‘‘বুধবার আমার লোকজন অনলাইনে আয়কর জমা দিতে গিয়েছিল৷ হঠাৎ জানতে পারলাম, অনলাইনে টাকা জমা পড়ে গিয়েছে৷ খোঁজখবর নিয়ে জানতে পারি, আমার কাগজপত্র, সই নকল করা হয়েছে৷ ওই কাগজপত্র বেঙ্গালুরুর আয়কর দপ্তরে পাঠানো হয়েছে৷ শুধু তাই নয়, আমার আয় কম দেখিয়ে জমা দেওয়া বাড়তি আয়কর ফেরতও চাওয়া হয়েছে৷’’

Advertisement

[আরও পড়ুন: প্রকাশ্যে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য নদিয়ার হাঁসখালিতে]

তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ কাকলি ঘোষ দস্তিদারের৷ তিনি বলেন, ‘‘এভাবে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে৷ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেই কেউ বা কারা একাজ করেছে৷ শুধুমাত্র টাকা হাতানোর জন্য এই ধরনের সক্রিয় হয়েছে৷’’ ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন কাকলি ঘোষ দস্তিদার৷ জেলা পুলিশ সুপারের সঙ্গে কথাও বলেছেন তিনি৷ সাইবার সেলের তরফে এই ঘটনা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলেও জানান কাকলি ঘোষ দস্তিদার৷

Advertisement

[আরও পড়ুন: ‘দিদিকে বলো’ কর্মসূচির বৈঠক সেরেই ধানখেতে নেমে পড়লেন তৃণমূল বিধায়ক]

এই ঘটনার কথা উল্লেখ করে কাকলি ঘোষ দস্তিদার সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘সবাইকে অনুরোধ করব নিজেদের ইনকাম ট্যাক্স ফাইল খতিয়ে দেখুন৷ প্রয়োজন হলে সাইবার সেলের সঙ্গে কথা বলুন৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ