Advertisement
Advertisement

Breaking News

বিধানসভায় বামেদের ঘরছাড়া করবে কংগ্রেস

জোট বেঁধে ঘর বদল করছে কংগ্রেস ও বামফ্রণ্ট৷

from today onwards Abdul Mannan going to be  the opponent leader in west Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2016 9:32 am
  • Updated:June 8, 2016 9:32 am

স্টাফ রিপোর্টার: আজ, বুধবার জোট বেঁধে ঘর বদল করছে কংগ্রেস ও বামফ্রণ্ট৷

গত সপ্তাহেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বিরোধী দলনেতা হওয়ার স্বীকৃতি পেয়ে চিঠি পেয়েছেন আবদুল মান্নান৷ পরে স্পিকারকে ধন্যবাদও দিয়ে আসেন তিনি৷ সঙ্গে নিয়ে যান বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে৷ ঘর বদলের দিনেই বাম-কংগ্রেসের জোটের চিত্রকে তুলে ধরতে চাইছেন দু’দলের নেতারা৷ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “বিরোধী দলনেতার ঘরে আবদুল মান্নানকে আমরা নিয়ে যাব৷ বিরোধী দলনেতার নির্ধারিত চেয়ারে তাঁকে বসিয়ে দিয়ে আসব৷ সেইসঙ্গে আমাদের ঘরও বদল করা হবে৷”

Advertisement

দলের তরফ থেকে বিরোধী দলনেতা হিসাবে তাঁর নাম আগেই ঘোষণা করেছিল কংগ্রেস হাইকমান্ড৷ সেইমতো প্রদেশ কংগ্রেস থেকে চিঠি যায় বিধানসভার অধ্যক্ষের কাছে৷ তার পর বিধানসভার অধ্যক্ষের কাছ থেকে বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি চিঠি পেয়ে রবিবার দিল্লি চলে যান আবদুল মান্নান৷ সোমবার তিনি দেখা করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে৷ মঙ্গলবার দেখা করেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে৷ দিল্লি থেকে ফিরেই তিনি বসবেন বিরোধী দলনেতার চেয়ারে৷

Advertisement

দীর্ঘ ২০ বছর পর কংগ্রেসের কোনও নেতা বসলেন এ পদে৷ ১৯৯৬ সালে কংগ্রেস থেকে বিরোধী দলনেতা হয়েছিলেন অতীশ সিনহা৷ তারপর আর সেভাবে রাজ্যে কংগ্রেস দাগ কাটতে পারেনি৷ এবারে বামেদের হাত ধরে ভোটে লড়ে বামেদের কাছ থেকেই বিরোধী দলনেতার পদ ছিনিয়ে নিল কংগ্রেস৷ আবদুল মান্নান বলেন, “আমরা সিপিএমের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছি৷ হাইকমান্ডের নির্দেশে জোট বেঁধেই আগামিদিনে লড়াই হবে৷ আর বিরোধী দলনেতার চেয়ারে বসার পর রাজ্যের মানুষের স্বার্থে কাজ করব৷ সরকারের গঠনমূলক সমালোচনা করব৷”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ