সোমনাথ পাল, বনগাঁ: প্রকাশ্য রাস্তায় প্রেমিকের হেনস্তা। অপমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাগদায়। অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার বাড়ির লোকেরা।
[দুষ্কৃতী দৌরাত্ম্য, সর্বস্ব লুট করে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা হল যাত্রীকে]
পুলিশ জানিয়েছে, মৃত কিশোরীর নাম প্রীতি রায়। বাড়ি বাগদার সাগরপুরে। স্থানীয় হেলেঞ্চা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল প্রীতি। প্রায় এক বছর ধরে পাশের গ্রামে সুরজিৎ বিশ্বাস নামে এক কিশোরের সঙ্গে সম্পর্ক ছিল তার। সোমবার, বড়দিনের সকালে প্রেমিকার সঙ্গে ঘুরতে যেতে চেয়েছিল সুরজিৎ। কিন্তু, তাঁর সঙ্গে ঘুরতে যায়নি প্রীতি। অন্য একটি ছেলের সঙ্গে বেরিয়েছিল সে। বিকেলে হ্যালেঞ্চা বাজারে সুরজিতের সঙ্গে দেখা হয় প্রীতির। প্রীতির সঙ্গে তাঁর এক বান্ধবীও ছিল। অভিযোগ, বড়দিনে ঘুরতে যাওয়া নিয়ে প্রেমিক-প্রেমিকার মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। রাস্তাতেই প্রীতিকে চড় মারে সুরজিৎ। পরে বাড়ির সামনে গিয়েও তাকে অশ্রাব্য গালিগালাজ করে ওই কিশোর। পরিবারের লোকেদের দাবি, সন্ধেবেলা নিজের ঘরে গলায় দড়িয়ে আত্মহত্যা করে বছর ষোলোর কিশোরী। তাকে প্রথমে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকেরা। চিকিৎসক প্রীতিকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত প্রেমিক সুরজিৎ বিশ্বাসের বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রীতির মা হ্যাপি রায়। আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত অধরা।
[হোয়্যাটসঅ্যাপে ফাঁস পলিটেকনিকের প্রশ্ন, উদাসীন প্রশাসন]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.