Advertisement
Advertisement

জেশপ-কাণ্ডের তদন্তে সিট গঠন করল রাজ্য সরকার

ধৃতরা স্বীকার করেছে, কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই যন্ত্রাংশ সরানো হচ্ছিল৷

Government organized special investigation team for Jeshop issue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2016 4:39 pm
  • Updated:January 27, 2020 5:02 pm

স্টাফ রিপোর্টার: জেশপের রহস্যজনক অগ্নিকাণ্ড এবং ডানলপ থেকে দফায় দফায় যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়া নিয়ে তদন্ত করতে এবার বিশেষ তদন্তকারী দল ‘সিট’ গঠন করল রাজ্য সরকার৷

জেশপে রহস্যজনক অগ্নিকাণ্ড নিয়ে প্রথমে তদন্ত শুরু হলেও পরে একই মালিক পবন রুইয়ার অন্য কারখানা ডানলপেও দিনে দুপুরে ধারাবাহিকভাবে যন্ত্রাংশ চুরি নিয়েও সিআইডি তদন্ত শুরু হয়৷ যেহেতু একই মালিকের অধীনে দু’টি কারখানা এবং যন্ত্রাংশ চুরি ও অন্তর্ঘাতের বিষয়টি জোরালো হয়ে উঠেছে৷ তাই রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দলের অধীনে দু’টি কারখানার ‘পুকুর চুরি’ নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করল৷

Advertisement

প্রসঙ্গত, বুধবারই দমদম থানায় কারখানার মালিক পবন রুইয়ার বিরুদ্ধে জামিন অযোগ্য তিনটি ধারায় মামলা শুরু হয়েছে৷ মূলত জেশপের মালপত্র চুরি ও ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে এই মামলা স্বতঃপ্রণোদিতভাবে শুরু করেছে পুলিশ৷

Advertisement

কিন্তু ইতিমধ্যে সিআইডি তদন্ত শুরু করায় অগ্নিকাণ্ড ও চুরি দু’টি পৃথক মামলা হওয়ায় সিট-ই এক সঙ্গে তদন্ত শুরু করছে৷ এদিন রাজ্য সরকারের তরফে সিআইডি-র গোয়েন্দাদের নিয়ে তৈরি হওয়া এই টিমটি এসএস হেড কোয়ার্টার সোমা দাসের নেতৃত্বে তদন্ত করবে৷ ১৩ সদস্যর তদন্তকারী দলে চারজন ইনস্পেক্টর রয়েছেন৷ এছাড়াও হুগলি ও বারাকপুরের সিআইডি-র গোয়েন্দারাও তদন্তে সাহায্য করবেন৷ বুধবার জেশপ-কাণ্ডে ধরা পড়া চারজনকে এদিন বারাকপুর আদালতে তোলা হয়৷ ধৃতরা ইতিমধ্যে স্বীকার করেছে, কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই ধারাবাহিকভাবে জেশপ থেকে যন্ত্রাংশ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ