Advertisement
Advertisement

জুনেই রাজ্যে তৈরি হবে ‘স্পেশালাইজড আর্মড ব্যাটালিয়ন’

জঙ্গলমহলের তিন জেলায় মাও প্রভাব ঠেকাতে বিশেষ প্রশিক্ষিত বাহিনী তৈরির উদ্যোগ সম্পূর্ণ৷

Govt is ready with specialized armed battalion in west bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2016 9:47 am
  • Updated:May 29, 2016 9:47 am

ক্ষীরোদ ভট্টাচার্য: জঙ্গলমহলের তিন জেলায় মাও প্রভাব ঠেকাতে বিশেষ প্রশিক্ষিত বাহিনী তৈরির উদ্যোগ সম্পূর্ণ৷ এই বিশেষ বাহিনীর জন্য জমি জোগাড় হয়েছে৷ ‘স্পেশালাইজড ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন’ তৈরির জন্য অস্ত্র কেনা ও কনস্টেবল পদ তৈরির জন্য পুরোদমে প্রস্তুত রাজ্য৷ রাজ্য স্বরাষ্ট্র দফতরের বক্তব্য, জুন মাসের মধ্যে এই ধরনের প্রশিক্ষিত বাহিনী তৈরির কাজ শুরু করবে রাজ্য৷ নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় চলতি মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষিকে রাজ্যের এই বক্তব্য জানিয়ে দিয়েছেন৷

পশ্চিমবঙ্গ-সহ দশ রাজ্যে মাও প্রভাব ঠেকাতে পাঁচ বছর আগে এই বিশেষ বাহিনী তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্র৷ কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটির এই সিদ্ধান্ত দশ রাজ্যকে জানিয়েও দেওয়া হয়৷ সেই অনুযায়ী কাজও শুরু হয়৷ কিন্তু এর মধ্যেই রাজ্যগুলির সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর দফায়-দফায় জানিয়ে দেয়, মাও প্রভাব ঠেকাতে পশ্চিমবঙ্গের ভূমিকা সদর্থক৷ বস্তুত, পশ্চিমবঙ্গের পথেই অন্য রাজ্যগুলিকে মাও নিয়ন্ত্রণের প্রস্তাব দেয় কেন্দ্র৷

Advertisement

‘স্পেশালাইজড ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন তৈরির জন্য প্রথম দফায় ১,১০৭ জন কনস্টেবল নিয়োগ করা হবে৷ এরই পাশাপাশি মাও উপদ্রুত এলাকায় সামাজিক উন্নয়ন প্রকল্পের উপরও গুরুত্ব দেয় কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি৷ এর মধ্যে রয়েছে, উন্নত যোগাযোগ ব্যবস্হা গড়ে তোলার জন্য রাস্তা ও সড়ক তৈরি, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা৷ তবে স্বরাষ্ট্র দফতরের বক্তব্য, সামাজিক উন্নয়নের আওতায় যেসব প্রকল্পের প্রস্তাব দিয়েছে কেন্দ্র তা অনেক আগেই শুরু হয়েছে রাজ্যে৷ জঙ্গলমহলের মাও অধ্যুষিত তিন জেলায় ২ টাকা কেজি দরে চাল বিলি করার পাশাপাশি প্রায় সব রকমের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প চলছে৷ এলাকার রাস্তাও তৈরি বা জলাশয় খনণে স্থানীয় মানুষকে যুক্ত করে স্বাবলম্বী করার সুযোগ দেওয়া হয়৷ একশো দিনের কাজে জঙ্গলমহলে অভূতপূর্ব সাফল্য মিলেছে৷ বস্তুত, রাজ্য সরকারের এই উদ্যোগের ফল মিলেছে৷ চরম বামপন্থীদের থেকে মুখ ফিরিয়েছে জঙ্গলমহলের মানুষ৷

Advertisement

গত চার বছরে মাওবাদীদের কোনও নাশকতা নজরে পড়েনি স্বরাষ্ট্র দফতরের৷ স্বরাষ্ট্র দফতরের রিপোর্ট বলছে, সাংগঠনিকভাবে রীতিমতো বেকায়দায় পড়েছে মাওবাদীরা৷ জঙ্গলমহল ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে তারা৷ শুধু তাই নয়, কয়েকদিন আগে মাওবাদীদের এক রাজ্যস্তরের নেতা পুলিশকে জানিয়েছে, পশ্চিমবঙ্গে সংগঠন চালানোর মতো তেমন নেতা নেই৷ স্বরাষ্ট্র দফতরের এক শীর্ষকর্তার বক্তব্য, মাওবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারের সামাজিক উন্নয়ন প্রকল্প নেওয়ার জন্যই এই সাফল্য মিলেছে৷ এই অবস্থায় কেন্দ্রের প্রস্তাব মেনে ‘স্পেশালাইজড আর্মড ব্যাটেলিয়ন’ তৈরি হবে৷ তবে তার জন্য আরও কিছুটা সময় দরকার৷ নবান্ন সূত্রে খবর, ৯ মে এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ