Advertisement
Advertisement

Breaking News

Bandel

পুলিশের বুকে বন্দুক তাক, ফিল্মি কায়দায় ব্যান্ডেল স্টেশনে ধৃত কুখ্যাত দুষ্কৃতী

এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

GRP jawans nab criminal with fire arm at Bandel station | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:February 8, 2021 7:06 pm
  • Updated:February 8, 2021 9:10 pm

সুব্রত বিশ্বাস: পুলিশ দেখলেই কোমর থেকে পাইপগান বের করে উঁচিয়ে ধরে দুষ্কৃতী। কিন্তু একেবারে ফিল্মি কায়দায় ঝাঁপিয়ে পড়ে তাকে পাকড়াও করে ফেলেন জিআরপির কর্মীরা। রবিবার রাতে ব্যান্ডেল স্টেশনে এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

[আরও পড়ুন: কোমরে চোট নিয়ে ভরতি হাসপাতালে, বৃদ্ধের কাছে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে দিলেন আধিকারিকরা]

ধৃত দুষ্কৃতী শেখ রাজা ওরফে নেহালের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। হুগলি জেলের গেট টপকে পালানোর মতো একাধিক অপরাধের সঙ্গে জড়িত রয়েছে তার নাম।  পিস্তল, ভোজালি দেখিয়ে রেল চত্বরে চুরি, ছিনতাই করত। ব্যান্ডেল রেল পুলিশের ওসি মহাবীর বেরা জানান, অপরাধ দমন টিম স্টেশনে টহল দেওয়ার সময় ইয়ার্ডের দিক থেকে এক যুবক দৌড়ে স্টেশনে এসে ওঠে। তাকে কারণ সম্পর্কে জিজ্ঞাসা করতেই কোমর থেকে পাইপগান বের করে পুলিশের বুকে তাক করে। সঙ্গে সঙ্গে পুলিশ ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলায় ট্রিগারে চাপ দিতে পারেনি। ফলে এ যাত্রায় বেঁচে যান পুলিশকর্মীরা। বন্দুকটি ওয়ান শটার হওয়ায় দ্রুত হামলা চালাতে পারেনি সেই দুষ্কৃতী। তবে পাইপগানে গুলি ছিল বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

ধৃত দুষ্কৃতী এদিন স্টেশনের কাছে পাম্পুতলা এলাকায় পাইপগানে গুলি লোড করেছিল। সেই সময় আচমকা গুলি বেরোনোর শব্দে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় সে। ব্যান্ডেল স্টেশনে ধরা পড়ে যায়। পুলিশের জেরায় ওই দুষ্কৃতী স্বীকার করেছে, গুলি ভরে সাইডিং এলাকায় ট্রাক ড্রাইভারদের টাকাপয়সা ছিনতাই করার জন্য তৈরি হচ্ছিল সে। চুরি, ছিনতাই থেকে জেল পালানোর মতো সব বড় ধরনের অপরাধের সঙ্গে যুক্ত, বহু মামলা রয়েছে তার বিরুদ্ধে। এমনটাই জানি গিয়েছে পুলিশ সূত্রে। পুলিশ রাতেই পাম্পুতলা এলাকা থেকে গুলির খোল উদ্ধার করে।

Advertisement

[আরও পড়ুন: কোমরে চোট নিয়ে ভরতি হাসপাতালে, বৃদ্ধের কাছে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে দিলেন আধিকারিকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ