প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামিকাল সোমবার থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা। তার আগে শনিবার রাতে ঘর থেকে উদ্ধার হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার ডাকবাংলো গ্রামে। মৃত ওই পরীক্ষার্থীর নাম মৃণাল পান (১৭)।
মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে না পারার ভয় কাজ করছিল ওই ছাত্রের উপর। তার জেরেই আত্মঘাতী বলে অনুমান করা হচ্ছে। সে কথাই জানাচ্ছেন মৃতের বাবা-মা। পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ ও পরিবার সূত্রে পাওয়া খবর অনুসারে, মৃণাল এলাকার নিমা বাহাদুরপুর হাইস্কুলের ছাত্র ছিল। গতবারও সে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। কিন্তু পাশ করতে পারেনি। এবার ফের সে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।
মৃতের বাবা মনোহর পান স্থানীয় এলাকার একটি মুদি দোকানে কাজ করেন। মা গৃহবধূ। গতকাল সন্ধেবেলা ওই দম্পতি বাড়িতে ছিলেন না। কাজের জন্য দোকানে গিয়েছিলেন বাবা। মা এলাকারই একটি বাড়িতে গিয়েছিলেন। মা রাতে বাড়ি ফিরে এসে ছেলেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন। জানা গিয়েছে, বাড়িরই একটি ঘরে মায়ের শাড়ি নিয়ে পাখার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় মৃণাল।
পরিবার সূত্রে জানানো হয়েছে, ওই ছাত্র গতবার পাশ করতে না পারায় মনমরা, ভীত হয়ে পড়েছিল। সকলে বোঝানোর পর ফের পড়াশোনা শুরু করে। সাতদিন আগে অ্যাডমিট কার্ড হাতে পেয়েছিল সে। তারপর থেকেই তার মধ্যে পুরনো ভয় ফিরে এসেছিল। বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণও করছিল। ভয় থেকেই এই আত্মহত্যার ঘটনা বলে মনে করছে কান্দি থানার পুলিশ। মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হয়। একমাত্র ছেলে চলে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাতেও শোকের ছায়া। ঘটনা শুনে স্কুলের শিক্ষকরাও মুষড়ে পড়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.