Advertisement
Advertisement

Breaking News

বনধে অগ্নিগর্ভ ইসলামপুর, নিহতদের বাড়িতে যাচ্ছেন শুভেন্দু

চূড়ান্ত উত্তেজনা ইশলামপুরে, নেমেছে বিশাল পুলিশ ও ব়্যাফ৷

here is how Islampur responded to BJPs Bangla Bandh
Published by: Tanujit Das
  • Posted:September 26, 2018 9:37 am
  • Updated:September 26, 2018 10:39 am

শংকরকুমার রায়: বিজেপির ডাকা বনধে চূড়ান্ত উত্তেজনা ইসলামপুর৷ বন্ধ দোকানপাট৷ যান চলাচল করছে না বললেই চলে৷ সকাল থেকেই রাস্তায় নেমেছেন বনধের সমর্থক বিজেপি কর্মীরা৷ একাধিক স্থানে বাস ভাঙচুর, বাসে আগুন লাগিয়ে দেওয়ার খবর পাওয়া যাচ্ছে৷ ৩১ নম্বর জাতীয় সড়কে বাসে ভাঙচুর করা হয় ও আগুন লাগিয়ে দেওয়া হয়৷ পুলিশের সঙ্গে বনধ সমর্থকদের খণ্ডযুদ্ধের খবর পাওয়া যাচ্ছে৷ বনধ সমর্থনকারীদের হঠাতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ৷   বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ হয়েছে৷ কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে ইসলামপুর-সহ বিস্তীর্ণ এলাকা৷ চলছে পুলিশের টহরদারী৷ রাস্তায় নেমেছে ব়্যাফ৷ এছাড়া গোটা উত্তর দিনাজপুর জেলাজুড়ে বনধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে৷ এমত পরিস্থিতিতে ইসলামপুরে নিহত ছাত্রদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সূত্রের খবর, সেখানে একটি জনসভাও করতে পারেন তিনি৷

[বিজেপির বাংলা বনধে বিক্ষিপ্ত অশান্তি, ব্যাহত রেল চলাচল]

Advertisement

ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলে উর্দু শিক্ষক নিয়োগের ঘটনাকে গত বৃহস্পতিবার থেকেই রণক্ষেত্র হয়ে উঠেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর৷ সেখানেই গুলিতে মৃত্যু হয়েছে দুই ছাত্রের৷ মৃতদের নাম রাজেশ সরকার ও তাপস বর্মণ। জখম ন’জনেরও বেশি। গ্রামবাসীদের স্পষ্ট অভিযোগ, দাঁড়িভিট স্কুলের নিরীহ ছাত্রদের উপরে গুলি চালিয়েছে পুলিশ৷ যদিও জেলা পুলিশের তরফে স্পষ্ট বিবৃতি জারি করে জানান হয় যে, তাদের পক্ষ থেকে গুলি চালানো হয়নি৷ কিন্তু পুলিশের কোনও বিবৃতিই মানতে নারাজ গ্রামবাসীরা৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতিমধ্যে সিবিআই তদন্তের দাবি তুলেছেন মৃত দুই ছাত্রের পরিবার ও গ্রামবাসীরা৷ এমনকী, মৃত দুই ছাত্রের দেহ দাহ না করে নদীর চড়ে পুঁতে রাত পাহাড়ায় বসেন গ্রামবাসীরা৷

Advertisement

[জন্মদিনে হতদরিদ্র শিশুগুলির মুখে হাসি ফোটায় আমতার এই স্কুল]

এই ঘটনাকে কেন্দ্র করেই আজ, বুধবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি৷ মিশ্র প্রতিক্রিয়া রাজ্যের অন্যান্য অংশে পড়লেও, ব্যাপক প্রতিক্রিয়া পড়েছে ইসলামপুরে৷ ডালখোলা, মল্লিকপুর, মিঠাপুর, রেলগেট-সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় বনধের সমর্থণকারী বিজেপি কর্মীরা অবরোধে বসেন৷ ৩১ নং জাতীয় সড়কও অবরোধের চেষ্টা করেন বিজেপি সমর্থকরা। শ্রীকৃষ্ণপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বনধের সমর্থনকারীদের৷ এছাড়া বনধ সমর্থণকারীদের মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে বেশ কয়েকটি সরকারি বাসকে৷ এলাকায় রয়েছে বিশাল পুলিশবাহিনী৷ নেমেছে ব়্যাফ৷ চলছে টহলদারি৷ সূত্রের খবর, বুধবারই ইসলামপুরে যাচ্ছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়া একটি জনসভাও করতে পারেন তিনি। পাশাপাশি, দুপুরে ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে মিছিল করার কথা রয়েছে বিজেপিরও। অর্থাৎ একথা খুবই পরিষ্কার যে, বনধের বাজারে গোটো রাজ্য রাজনীতির নজরে রয়েছে ইসলামপুর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ