Advertisement
Advertisement

টেট-এর রায় ঘোষণায় ফের স্থগিতাদেশ হাই কোর্টের

এদিকে ফল প্রকাশের পর উচ্চ প্রাথমিকে ইণ্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন৷

High court adjourns the sentence regarding TET
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 23, 2016 9:18 am
  • Updated:September 23, 2016 9:40 am

স্টাফ রিপোর্টার: হাই কোর্টে টেট জটিলতা অব্যাহত৷ টেট নিয়ে দায়ের হওয়া রিভিউ পিটিশনের রায় বৃহস্পতিবার স্থগিত রাখলেন বিচারপতি সি এস কারনান৷ এদিকে বিচারপতি কারনানের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন প্রশিক্ষিত প্রার্থীদের একাংশ৷ নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের হয়েছে৷ ২৬ সেপ্টেম্বর মামলার শুনানির সম্ভাবনা৷

কিছুদিন আগেই ২০১৫-র টেট নিয়ে দায়ের হওয়া মামলার রায় দেন বিচারপতি কারনান৷ বিচারপতির নির্দেশ ছিল, টেটের ফল প্রকাশ করতে হবে৷ নিয়োগের ক্ষেত্রে টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ প্রশিক্ষিতদের নিয়োগের পর টেট উত্তীর্ণ অপ্রশিক্ষিতদের নিয়োগ করা যাবে৷ প্রশিক্ষিতদের স্বার্থ সুরক্ষিত করতেও নির্দেশ দেয় আদালত৷

Advertisement

ফল প্রকাশের পরের দিনই ফের রিভিউ পিটিশন দাখিল করেন প্রশিক্ষিত প্রার্থীরা৷ তাঁদের আইনজীবী সৌমেন দত্ত আদালতে দাবি করেন, হাই কোর্টের নির্দেশ ছিল ফল প্রকাশের পর প্রশিক্ষিত প্রার্থীদের স্বার্থ সুরক্ষিত করতে হবে৷ কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের যে ফল প্রকাশ করেছে তাতে বঞ্চিত হচ্ছেন প্রশিক্ষিতরা৷ এই বক্তব্য শোনার পরই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে প্রাথমিক টেটে কতজন প্রশিক্ষিত ও কতজন অপ্রশিক্ষিত প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তা জানাতে বলে কোর্ট৷ সমস্ত নথি তলব করা হয়৷ কিন্তু হাই কোর্টে রাজ্য জানায় সেই তথ্য দেওয়া সম্ভব নয়৷ সার্টিফিকেট পাওয়ার পর ইণ্টারভিউয়ের সময় সেই তথ্য জানা যাবে৷

Advertisement

রাজ্যের এই বক্তব্য সঠিক নয় বলে দাবি করেন মামলাকারীদের আইনজীবী সৌমেন দত্ত৷ এ বিষয়ে তিনি পাল্টা হলফনামাও দেন৷ এরপর এদিন রায়দান স্থগিত রাখার কথা জানিয়েছে হাই কোর্ট৷

এদিকে ফল প্রকাশের পর উচ্চ প্রাথমিকে ইণ্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেট উত্তীর্ণ সফল প্রার্থীরা পারসোনালিটি টেস্টের জন্য আবেদন করতে পারেন৷ ২৩ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদনগ্রহণ শুরু হবে৷ ৩ অক্টোবর আবেদন জমা করার শেষ তারিখ৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ