Advertisement
Advertisement

রাস্তায় উঠে এল সমুদ্রের জল, মন্দারমণিতে হোটেলবন্দি বহু পর্যটক

শুধু মন্দারমণি নয়, তাজপুর ও শঙ্করপুরেরও একই অবস্থা। দেখুন ভিডিও

tide in Mandarmani , water logged in tourists places
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2018 1:42 pm
  • Updated:July 15, 2018 1:42 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: খুব যে বৃষ্টি হয়েছে তা নয়। প্রবল ঝড়েরও নেই। কিন্তু হঠাৎ করেই আজ সকাল থেকে ফুঁসছে মন্দারমনি, তাজপুরের শান্ত সমুদ্র। জল উঠে এসেছে রাস্তার উপর। ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন।

জানা গিয়েছে, রবিবার সকাল থেকেই তৈরি হয়েছে এমন পরিস্থিতি। বৃষ্টি বা সাইক্লোন নয়, স্রেফ জোয়ারের জলেই এমন অবস্থা সমুদ্রসৈকতের। মন্দারমনি ও তাজপুরের সমুদ্রে জলচ্ছ্বাস শুরু হয়। জোয়ারের জল উঠে আসে রাস্তায়। শংকরপুর-তাজপুর মেরিন ড্রাইভ এখন জলের তলায়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এমনকী, মন্দারমণি থানার সামনেই থই থই করছে জল। ফলে পুলিশের কাজেও বিঘ্ন ঘটছে।

Advertisement

Advertisement

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে হুগলির স্কুল শিক্ষক ]

দুর্যোগের ফলে সবচেয়ে সমস্যায় মন্দারমণি। পর্যটনকেন্দ্র হওয়ায় এখানে সমুদ্রের তীরে গড়ে উঠেছে একাধিক হোটেল। সপ্তাহ শেষে সেখানে পর্যটকদের ভিড় হয়। বিচ সাইডের হোটেলগুলির চাহিদা সমসয়ই তুঙ্গে থাকে। এই সপ্তাহেও তার ব্যতিক্রম নেই। একাধিক হোটেল পর্যটকে পরিপূর্ণ। সেই হোটেলগুলির অবস্থা এখন শোচনীয়। হোটেলে যাওয়ার রাস্তার উপর উঠে এসেছে জল। ফলে যে সব পর্যটকদের রবিবার হোটেল ছাড়ার কথা, তারা পড়েছে বিপদে। হোটেল থেকে বের হওয়া আপাতত তাদের বন্ধ। রাস্তায় জল জমে যাওয়ায় নতুন পর্যটকদের আসার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে।

ফরাসি নেই, ফাইনাল ঘিরে ফরাসি সুগন্ধ আছে চন্দননগরে ]

স্থানীয় সূত্রে খবর, এলাকার পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। সমুদ্রের জল রাস্তায় উঠে আসায় মন্দারমণি, তাজপুর বা শঙ্করপুরের যোগাযোগ ব্যবস্থা এখনও সংকটে। এলাকায় পৌঁছেছে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। প্রায় ঘণ্টা দুয়েকের উপর একই পরিস্থিতি রয়েছে মন্দারমণি, তাজপুর ও শঙ্করপুর-সহ এলাকার সমস্ত সমুদ্রসৈকতে। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ