Advertisement
Advertisement

Breaking News

১০০ দিনের কাজ করতে গিয়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ৭ শ্রমিক

আহতদের মধ্যে ৬ জনই মহিলা।

Hooghly: MNREGA workers injured while workig
Published by: Subhajit Mandal
  • Posted:August 9, 2018 6:32 pm
  • Updated:August 10, 2018 4:13 pm

 দিব্যেন্দু মজুমদার, হুগলি: ১০০ দিনের প্রকল্পে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন ৭ জন। ৬ জনই আবার মহিলা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়া থানার রোসানা গ্রামে। এই ঘটনার পরই কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাজ বন্ধ করে দেন তাঁরা।

[দিলীপের পর নিজের জেলায় আক্রান্ত সুজন, ইট-বোমা ছোঁড়ার অভিযোগ]

 বৃহস্পতিবার সকাল থেকেই ১০০ দিনে প্রকল্পের মাটি কাটার কাজ চলছিল পাণ্ডুয়ার রোসানা গ্রামে। কাজ করছিলেন ৫০ থেকে ৬০ জন শ্রমিক। যে মাঠে মাটি কাটা কাজ চলছিল, সেই মাঠে ছিল উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটি। বৃষ্টিতে ভেজা মাটির উপর দিয়ে চলে গিয়েছে আর্থিং-র তার।প্রাথমিক অনুমান, বর্ষার কারণে কোনওভাবে আর্থিং-এর তারে বিদ্যুৎ সংযুক্তি ঘটে। কাজ করতে করতে বিদ্যুৎস্পৃষ্ট হন ৬ মহিলা-সহ ৭ জন শ্রমিক। সঙ্গে সঙ্গে স্থানীয়রাই গুরুতর জখম ৭ জনকে  পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। ৬ মহিলার মধ্যে কল্যাণী মাল নামে এক অন্তঃসত্তা মহিলাও রয়েছেন। অন্য এক  মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Advertisement

[ডাকঘরের ২০০ আমানতকারীর কোটি টাকা হাতিয়ে উধাও পোস্টমাস্টার]

এদিকে ঘটনার কথা জানতে পেরে  বিদ্যুৎস্পৃষ্টদের দেখতে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে  যান পান্ডুয়ার বিডিও সমীরণ ভট্টাচার্য। সমীরণবাবু জানান,   ১০০ দিনের কাজ চলছিল। কোনও কারণে সমস্যা হওয়ার  কর্মীরা বিদ্যুৎস্পৃষ্ট হন। পুরো বিষয়টি  খতিয়ে দেখছেন প্রশাসন। সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।  কিন্তু তাঁরা আর্থিক সাহায্য পাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। বৃষ্টির মরশুমে ঝুঁকিপূর্ণ জায়গায় কেন কাজ করানো হল?  তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Advertisement

[ঝাড়খণ্ড থেকে জঙ্গলমহলে মাওবাদী আনছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ