Advertisement
Advertisement

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগে আটক প্রেমিক

ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই শুরু হবে তদন্ত, জানিয়েছে পুলিশ।

HS candidate's body found in Purulia
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 6, 2019 5:46 pm
  • Updated:March 6, 2019 5:46 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার কাশীপুর থানার রামবনি এলাকায়। ২ দিন নিখোঁজ থাকার পর, মঙ্গলবার বিকেলে এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে ওই কিশোরীর দেহ। মৃতার পরিবারের অভিযোগ, কিশোরীর প্রেমিকই খুন করেছে তাকে। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 

[ রাজ্যের দুই প্রান্তে শুটআউট, কান্দিতে গুলিবিদ্ধ হয়ে মৃত তৃণমূল কর্মী ]

আদতে পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা সন্তোষী বাউড়ি। জানা গিয়েছে, ছোট থেকেই কাশীপুরের রামবনিতে কাকুর বাড়িতে থাকতে ওই কিশোরী। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল সে। জানা গিয়েছে, ৩ মার্চ বিকেলে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই পড়ুয়া। এরপর কিশোরীর পরিবারের তরফে কাশীপুর থানায় নিখোঁজের অভিযোগ করা হয়। কিশোরীর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এরপর ৫ মার্চ বিকেলে এলাকারই একটি পরিত্যক্ত জায়গায় একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। এরপর কিশোরীর পরিবারের সদস্যরা গিয়ে সেটি শনাক্ত করে। এরপরই মৃতার পরিবারের সদস্যরা দাবি করে, এলাকারই এক যুবক মনীশ সর্দার সিং খুন করেছে ওই কিশোরীকে।  অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন মৃতার কাকা সঞ্জয় বাউড়ি। এরপরই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 

Advertisement

[ লোকসভার ভুয়ো প্রার্থীতালিকা নিয়ে অস্বস্তিতে বিজেপি ]

স্থানীয় সূ্ত্রে খবর, দীর্ঘদিন ধরেই এলাকার ওই যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল ওই কিশোরীর। অভিযোগ, কিশোরীর পরিবারের তরফে এই বিষয়ে আপত্তি না থাকলেও প্রথম থেকেই তাদের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল যুবকের পরিবার। এই নিয়ে তাদের মধ্যে অশান্তিও চলছিল। অভিযোগ, সেই টানাপোড়েনের জেরেই প্রেমিকাকে খুন করেছেন ওই যুবক। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত মনীশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে ওই কিশোরীর। পাশাপাশি, অভিযুক্তের শাস্তির আশ্বাস দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ