BREAKING NEWS

৯ চৈত্র  ১৪২৯  শুক্রবার ২৪ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

বউভাতের অনুষ্ঠানের খাবার খেয়ে বিপত্তি, অসুস্থ শতাধিক, আশঙ্কাজনক এক অন্তঃসত্ত্বা

Published by: Sayani Sen |    Posted: March 11, 2023 9:40 am|    Updated: March 11, 2023 9:50 am

Hundreds taken ill after eating at wedding at Ghatal । Sangbad Pratidin

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: বউভাতের অনুষ্ঠানের খাবার খেয়ে বিপত্তি। অসুস্থ শতাধিক। তাঁদের মধ্যে ৪৬ জন ভরতি হাসপাতালে। এক অন্তঃসত্ত্বার অবস্থা আশঙ্কাজনক। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রঘুনাথপুর এলাকার ঘটনা। ইতিমধ্যেই গ্রামে পৌঁছেছে দু’টি মেডিক্যাল টিম। কী কারণে খাদ্যে বিষক্রিয়া হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘাটালের রঘুনাথপুরের বাসিন্দা সৌরভ রায়ের বিয়ে হয় শীতলপুরে। শুক্রবার সন্ধেয় বউভাত ছিল। অন্তত ১২০-১২৫ জন কনেযাত্রী ওই অনুষ্ঠানে যোগ দেন। রাতে খাওয়াদাওয়ার পর থেকেই বিপত্তি। একের পর এক সকলের বমি, পায়খানা শুরু হয়। তড়িঘড়ি অসুস্থদের ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ৪৬ জনকে হাসপাতালে ভরতি করা হয়। তাঁদের মধ্যে এক অন্তঃসত্ত্বার অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে।

[আরও পড়ুন: ‘প্রিয় বন্ধু, অভিনন্দন’, জিনপিংয়ের জয়ে বার্তা উল্লসিত পুতিনের]

খাদ্যে বিষক্রিয়া নাকি অন্য কিছু? তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই গ্রামে পৌঁছেছে দু’টি মেডিক্যাল টিম। মহকুমাশাসক সুমন বিশ্বাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডলও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আর নতুন করে কেউ অসুস্থ হচ্ছেন কিনা, সেদিকে নজর রাখা হচ্ছে।

[আরও পড়ুন: DA ধর্মঘটের প্রভাবই নেই, মুখ্যমন্ত্রীর দপ্তরে হাজিরা ১০০%, গরহাজিরাদের তালিকা চাইল নবান্ন]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে