Advertisement
Advertisement

Breaking News

তৃণমূল কাউন্সিলরের স্বামী

ভোটের দিন বেধড়ক মার, প্রাণ গেল তৃণমূল কাউন্সিলরের স্বামীর

মুর্শিদাবাদে ভোটের বলি আরও ১।

Husband of Trinamool Congress councilor dies in Kolkata
Published by: Tanumoy Ghosal
  • Posted:May 4, 2019 5:18 pm
  • Updated:May 4, 2019 5:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের দিন মুর্শিদাবাদের ডোমকলে আক্রান্ত হয়েছিলেন। শনিবার কলকাতায় বেসরকারি হাসপাতালে মারা গেলেন তৃণমূল কাউন্সিরের স্বামী। বুথের বাইরে তাঁকে সিপিএম ও কংগ্রেস সমর্থকরা বেধড়ক মারধর করেছিলেন বলে অভিযোগ। মাথায় গুরুতর আঘাত লেগেছিল।

[ আরও পড়ুন: প্রচারে শান দিতে কলকাতায় মোদির জনসভা, শাহর রোড শো চায় বঙ্গ বিজেপি]

গত ২৩ এপ্রিল তৃতীয় দফায় ভোট হয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। সেদিন সকালে ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনা ছড়ায় ডোমকলে। আক্রান্ত হন ডোমকল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জাহানারা আনসারির স্বামী তুজাম্মেল। তৃণমূলের স্থানীয় নেতাদের অভিযোগ, ভোটের দিন যখন ডোমকলের মানিকনগরের একটি বুথে ঢুকতে যান তুজাম্মেল, তখন তাঁকে বাধা দেয় কংগ্রেস ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। বুথ থেকে তিনশো মিটার দূরে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় তৃণমূল কাউন্সিলরের স্বামীকে। এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি। তৃণমূল নেতাদের দাবি, পালানোর সময় বোমা ছুঁড়েছিল দুষ্কৃতীরা। বোমাবাজিতেও আঘাত পান  তৃণমূল কাউন্সিলরের স্বামী তুজাম্মেল আনসারি। খবর পেয়ে ডোমকলের মানিকনগরে যান এসডিপিও সন্দীপ সেন। ঘটনায় ন’জনকে আটকও করা হয়। যাদের আটক করা হয়, তাঁদের মধ্যে একজন আবার ওই বুথের কংগ্রেস এজেন্ট।

Advertisement

গুরুতর আহত অবস্থায় তুজাম্মেল আনসারিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ডোমকল মহকুমা হাসপাতালে। পরে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। শেষপর্যন্ত তুজাম্মেলকে কলকাতা নিয়ে এসেছিলেন পরিবারের লোকেরা। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি। ভোটের দিন মুর্শিদাবাদেরই ভগবানগোলায় কংগ্রেস ও তৃণমূল সমর্থকের সংঘর্ষে মাঝে পড়ে প্রাণ গিয়েছিল এক নিরীহ ভোটারের।

Advertisement

[আরও পড়ুন: প্রচারে যাওয়ার পথে দুর্ঘটনা, গুরুতর আহত বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ