Advertisement
Advertisement
চেনম্যান

‘ফাঁসি দেওয়া হোক’, ভয়ংকর খুনের ঘটনায় প্রতিক্রিয়া ‘চেনম্যান’-এর স্ত্রীর

কামরুজ্জামানের হদিশ দিতে পারায় পুরস্কৃত হয়েছেন ৪ সিভিক ভলান্টিয়ার।

I want to see him hanging, says chainman's wife Jahanara Bibi
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 5, 2019 6:09 pm
  • Updated:June 5, 2019 6:09 pm

রিন্টু ব্রহ্ম, কালনা: চেনম্যান কাণ্ডের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে তদন্তকারীদের। জানা গিয়েছে, বরাবরই চুরি, ছিনতাইয়ের মতো ঘটনার সঙ্গে জড়িত ছিল কামরুজ্জামান। ইতিমধ্যেই অভিযু্ক্তের স্ত্রীর সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। অভিযুক্তের হদিশ দিতে পারায় জেলা পুলিশের তরফে পুরস্কৃত হয়েছেন ৪ সিভিক ভলান্টিয়ার। 

[আরও পড়ুন: সরকারি হাসপাতালেই গাঁজার চাষ! হুঁশ নেই সুপারের]

১২ দিনের জন্য সিরিয়াল কিলার ‘চেনম্যান’ কামরুজ্জামানকে নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে মঙ্গলবারই অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারীরা। সেই সঙ্গে অভিযুক্তকে দফায় দফায় জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে তদন্তকারীদের হাতে। অভিযুক্তের স্ত্রী জাহানারা বিবি জানান, মুর্শিদাবাদ চলে আসার ওই এলাকার এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরে কামরুজ্জামান। ওই মহিলাকে বিয়ে করার সিদ্ধান্তও নেয় অভিযুক্ত। কিন্তু ঘটনাচক্রে তাঁকে বিয়ে করতে পারেনি কামরুজ্জামান। এখানে প্রশ্ন উঠছে, তবে এই মহিলার কারণেই কি নারীবিদ্বেষী হয়ে উঠেছিল কামরুজ্জামান? ভয়ংকর এই হত্যালীলার ঘটনা জানার পর স্বামীর ফাঁসির দাবি জানিয়েছেন জাহানারা বিবি।

Advertisement

[আরও পড়ুন: নিহত তৃণমূল নেতার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবার নিমতায় যাচ্ছেন মমতা]

তবে শুধু খুন নয়, এই ঘটনার আগে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল কামরুজ্জামান। একাধিকবার চুরির ঘটনায় নাম জড়িয়েছে তার। বলাগড়ে চুরির ঘটনায় বছর সাতেক আগে ২ মাস জেল হেফাজতেও ছিল অভিযু্ক্ত। দীর্ঘদিন লুকিয়ে থাকা এমন একজন অপরাধীর হদিশ দেওয়ায় ৪ সিভিক ভলান্টিয়ারকে বাহবা দিয়েছে জেলা পুলিশ। ইতিমধ্যেই জেলা পুলিশের তরফে পুরস্কৃত করা হয়েছে ওই ৪ জন সিভিক ভলান্টিয়ারকে। জানা গিয়েছে, রাজ্য স্তরের পুরস্কারের জন্য অনির্বাণ ঘোষ নামে এক সিভিক ভলান্টিয়রের নাম পাঠানো হয়েছে জেলা পুলিশের তরফে। প্রসঙ্গত, কয়েকবছর ধরেই গলায় চেনের ফাঁস দিয়ে ও মাথায় আঘাত করে একাধিক মহিলাকে খুন করা হয়েছিল বর্ধমানের বিভিন্ন এলাকায়। সেই ঘটনার জট খোলে রবিবার। ওই দিন ‘সিরিয়াল কিলিং’য়ের নাটের গুরু ‘চেন কিলার’কে গ্রেপ্তার করে পুলিশ।       

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ