Advertisement
Advertisement

Breaking News

বরখাস্ত

বিজেপির রক্তদান শিবিরে উপস্থিতির জের? দত্তপুকুরের আইসি বরখাস্তে বাড়ছে জল্পনা

প্রশাসনের দাবি, কর্তব্যে গাফিলতির জেরেই বরখাস্ত করা হয়েছে আইসিকে৷

IC of Duttapukur p.s suspended due to attending bjp's programme
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 7, 2019 7:45 pm
  • Updated:July 7, 2019 7:45 pm

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: রাতারাতিই বরখাস্ত করা হল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার আইসিকে। রবিবার তাঁকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয় উত্তর ২৪ পরগনার বারাসত পুলিশ জেলার তরফে। জেলা পুলিশের আধিকারিকদের দাবি, কর্তব্যে গাফিলতির কারণেই দত্তপুকুরের আইসিকে বরখাস্ত করা হয়েছে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন‘ইস্পাত কারখানাকে বাঁচান’, আলুওয়ালিয়াকে ২৫ হাজার পোস্ট কার্ড পাঠাচ্ছে CITU]

জানা গিয়েছে, শনিবার বিজেপির তরফে দত্তপুকুরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চে দেখা গিয়েছিল দত্তপুকুর থানার আইসি মানস সরকারকে। সেখানে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়েছিল। অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইটে। শনিবারের সেই ঘটনার পরের দিনই আইসিকে বরখাস্তের নির্দেশে অনেকের মত, কর্তব্যরত অবস্থায় বিশেষ কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকার কারণেই কোপের মুখে পড়তে হল আইসি-কে।

Advertisement

এ বিষয়ে উত্তর ২৪ পরগনার এসএসপি সি সুধাকর বলেন, “কর্তব্যে গাফিলতির কারণেই দত্তপুকুরের আইসিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে অন্য অফিসারকে দত্তপুকুর থানার দায়িত্ব দেওয়া হবে।” তবে ঠিক কোন গাফিলতির জেরে তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হল, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি সি সুধাকর। 

Advertisement

[আরও পড়ুনবাংলাদেশ থেকে অনুপ্রবেশের সময় খতম জঙ্গি, উত্তরবঙ্গের তিন জেলায় জারি রেড অ্যালার্ট]

জানা গিয়েছে, এ বিষয়ে দত্তপুকুর থানার বরখাস্ত হওয়া আইসি তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, বিজেপির অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা ছিল। সেই কারণেই সেখানে গিয়েছিলেন তিনি। পরে তাঁকে মঞ্চে ডেকে সংবর্ধনা দেওয়া হয়। যদিও বিষয়টি নিয়ে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে পুলিশ মহলে। একাংশের দাবি, সরকারি অনুষ্ঠান ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান মঞ্চে যাওয়ার অনুমতি নেই পুলিশ কর্মীদের। অন্যদিকে এমনও অভিযোগ উঠছে, গোটা ঘটনাটিই আইসিকে সরানোর চক্রান্ত মাত্র৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ