Advertisement
Advertisement

Breaking News

ফের ইফতার খেয়ে অসুস্থ পঞ্চাশেরও বেশি বাসিন্দা, আতঙ্ক বংশীহারিতে

খাদ্যে বিষক্রিয়ার দাবি তুলে আতঙ্ক বনধে প্রচারে নেমেছে স্বাস্থ্য দপ্তর।

 Iftar party food gets sick more than 50
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2018 7:14 pm
  • Updated:June 6, 2018 7:14 pm

রাজা দাস, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরে ফের ইফতারে বিষক্রিয়া। ইফতারের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন পঞ্চাশেরও বেশি গ্রামবাসী। এঁদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বালুরঘাটের বংশীহারি থানার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের জুরাহার গ্রামে। রমজান মাস উপলক্ষে বসেছিল ইফতার অনুষ্ঠান। গ্রামের বাসিন্দাদের প্রায় প্রত্যেকেই সেখানে আমন্ত্রিত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সেই ইফতার অনুষ্ঠানের খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েন বাসিন্দারা। এক সপ্তাহের ব্যবধানে পর পর একই ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

[নির্ভয়ে মাংস খান, ভাগাড়ের আতঙ্ক ভোলাতে এবার আসরে দেব-কোয়েল]

জানা গিয়েছে, ইফতার খেয়ে সকলেই যে যার বাড়ি ফিরে যান। বাড়ি ফিরতেই শুরু হয় বমি-পায়খানা। অনেকেই ভেবেছিলেন গরমে সারাদিন উপবাসের কারণে আচমকাই হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু গ্রামের প্রত্যেক বাড়ি থেকেই অসুস্থতার খবর আসতে শুরু করল। অবিরাম বমির জেরে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। কারও কারও জ্বরও এসে যায়। তড়িঘড়ি অসুস্থদের পার্শ্ববর্তী রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। বাকিদের গ্রামেই চিকিৎসা চলছে। এদিকে ফের অসুস্থতার খবর পেয়ে তৎপর হয়ে ওঠে জেলা স্বাস্থ্যদপ্তর। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফে চিকিৎসকদের এক মেডিক্যাল টিম গ্রামে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে। গোটা পরিস্থিতির উপরে তীক্ষ্ণ নজর রাখছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর।

Advertisement

[মাধ্যমিকে নজরকাড়া ফল কোচবিহারের, প্রথম দশে কতজন জানেন?]

উল্লেখ্য, গত সপ্তাহেই ইফতার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বালুরঘাটের বংশীহারি থানা এলাকার দাউদপুর, গোবিন্দপুর ও দেহুয়াকুড়ি গ্রামের বাসিন্দারা। অসুস্থদের চিকিৎসার পরিপ্রেক্ষিতে জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি খাদ্যে বিষক্রিয়ার কারণেই বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েছেন। এরপর সপ্তাহ কাটতে না কাটতেই ফের একই ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও স্বাস্থ্য দপ্তরের তরফে অহেতুক আতঙ্ক বন্ধ করতে শুরু হয়েছে প্রচার। এবারও খাদ্যে বিষক্রিয়ার কারণেই সকলে অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি স্বাস্থ্য দপ্তরের।

Advertisement

ছবি: রতন দে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ