Advertisement
Advertisement

Breaking News

Humayun Kabir

ডাক্তারদের হুমকি! হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর IMA’র

চিকিৎসকরা কথায়, বিধায়কের মন্তব্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।

IMA lodged a FIR against Humayun Kabir
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 12, 2024 2:12 pm
  • Updated:September 12, 2024 7:02 pm

কল্যাণ চন্দ, বহরমপুর: আর জি কর আবহে চিকিৎসকদের হুমকি! এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের(Humayun Kabir) বিরুদ্ধে এফআইআর করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। চিকিৎসকরা জানিয়েছেন, বিধায়কের মন্তব্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।

সুপ্রিম নির্দেশের পরেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে বুধবার আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে সুর চড়ান মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বলেন, “যেকোনও মৃত্যুই দুঃখজনক। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার দোষীদের কঠোরতম শাস্তি আমরাও চাই। আন্দোলনকারীদের দাবি মেনে সিবিআই তদন্তও হচ্ছে। তা বলে আন্দোলনকারী চিকিৎসকরা দিনের পর দিন কর্মবিরতি পালন করে যাবেন, এই জিনিস আর বরদাস্ত করব না।”

Advertisement

[আরও পড়ুন: আর জি করের বর্জ্য পাচারে ‘বাংলাদেশি রবি’র নাম, কীভাবে সন্দীপের সঙ্গে ঘনিষ্ঠতা? তদন্তে সিবিআই]

তিনি আরও বলেন, “ডাক্তাররা সরকারি ভাতা-বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব, সেই জায়গায় আমরা হাত দিলে তখন কী হবে? দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে, পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে।” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তাঁদের কথায়, বিধায়কের মন্তব্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশি পদক্ষেপের আর্জি করেছেন চিকিৎসকরা।  মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে স্মারকলিপিও পেশ করা হয়েছে তাঁদের তরফে।

[আরও পড়ুন: ট্রাক ধর্মঘট অব্যাহত, ফের বাড়তে পারে জিনিসের দাম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement