Advertisement
Advertisement
Asia records

মাত্র ৬ বছরেই ঠোঁটস্থ প্রায় দুশো সামুদ্রিক প্রাণীর নাম! এশিয়া বুক অফ রেকর্ডসে দুর্গাপুরের খুদে

আনন্দে আত্মহারা খুদের বাবা-মা।

In search of rare talent, Shrihan Pal sets an Asia Record in Durgapur at the age of just 6 years | Sangbad Pratidin

ছবি: উদয়ন গুহরায়।

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 25, 2023 7:13 pm
  • Updated:July 25, 2023 9:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ৬ বছর, তাতে কি? এই বয়সেই কন্ঠস্থ ১৯৪ টি সামুদ্রিক প্রাণীর বৈজ্ঞানিক নাম। গড়গড়িয়ে অবলীলায় বলে চলেছে কঠিন কঠিন দাঁতভাঙ্গা সব ইংরেজি শব্দ। আর এই মেধার জেরেই এশিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল দুর্গাপুরের (Durgapur) হরিবাজার অঞ্চলের বাসিন্দা ছোট্ট শ্রীহান।

দুর্গাপুরের হেমশীলা মডেলের প্রথম শ্রেণির ছাত্র শ্রীহান পাল। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। যা দেখে তাই মনে রাখতে পারে। এই বয়সেই সোলার সিস্টেম, সামুদ্রিক প্রানী, সৌরজগৎ ইত্যাদি বিষয়ের উপর এনসাইক্লোপিডিয়া পড়ে ফেলেছে। সেই সঙ্গে ছবি আঁকাতেও বিশেষ আগ্রহ ওই খুদের। শ্রীহানের বাবা ড: সৌরভ পাল একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক। তিনি জানান, ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি একাধিক বিষয়ে অসীম আগ্রহ ছেলের। আর মেধার জোরেই এশিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলেছে খুদে।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পই রক্ষাকবচ! ভাঙন রুখছে শংকরপুর-তাজপুর উপকূলের সমুদ্র বাঁধ]

খুদের গর্বিত মা পৌলমী পাল বলেন, “ছোটবেলায় থেকেই যা শুনত তাই মনে রাখত খুদে। মনে রেখেই আজ এশিয়া সেরা হয়েছে শ্রীহান।” এর আগে শ্রীহান একটি বাংলা চ্যানেলের রিয়েলিটি শো তে গিয়েও তাক লাগিয়ে দিয়েছিল সঞ্চালক তথা বিখ্যাত ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এবার লক্ষ্য গিনেস বুকে নাম তোলা। তবে তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। দুর্গাপুরের বিরল এই প্রতিভার কৃতিত্বে গর্বিত বাবা মা-সহ পরিবার ও পাড়াপ্রতিবেশীর পাশাপাশি নগরবাসীও।

[আরও পড়ুন: নবম শ্রেণির ছাত্রীকে কানমলা দেওয়ার ‘শাস্তি’, পড়ুয়ার বাবার মারে হাত ভাঙল শিক্ষকের!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement