অর্ণব দাস, বারাকপুর: বরানগরে একাকী বৃদ্ধার রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার পচাগলা দেহ। কীভাবে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
জানা গিয়েছে, মৃতার নাম মালা দাস। বয়স আনুমানিক ৬০ বছর। বরানগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের মতিলাল মল্লিক লেনের বাসিন্দা তিনি। প্রতিবেশী সূত্রে খবর, এলাকার বাসিন্দাদের সঙ্গে খুব একটা মিশতেন না তিনি। ফলে দীর্ঘদিন দেখা না পেলেও কারও মনে কোনওরকম সন্দেহ হয়নি। বুধবার রাত থেকে আচমকা দুর্গন্ধ পান প্রতিবেশীরা। গন্ধ প্রকট হতেই সন্দেহ দানা বাঁধে এলাকাবাসীর মনে। এর পরই খবর দেওয়া হয় থানায়। জানানো হয় স্থানীয় কাউন্সিলরকেও।
এর পরই বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে যান বরানগর থানার পুলিশ আধিকারিকরা। দরজা ভাঙতেই উদ্ধার হয় বৃদ্ধার পচাগলা দেহ। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। মৃতার কোনওরকম অসুস্থতা ছিল কি না তা এখনও জানা যায়নি। পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.