Advertisement
Advertisement
ট্রেন

রেলযাত্রীদের জন্য সুখবর, আজ থেকে একাধিক রুটে বাড়ছে লোকাল ট্রেন

বাড়ছে দূরপাল্লা ট্রেনের সংখ্যাও, বদল করা হয়েছে বেশ কিছু ট্রেনের সময়।

Indian Railways increasing speed of all local and long distance trains
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 1, 2019 9:16 am
  • Updated:July 1, 2019 9:45 am

দীপাঞ্জন মণ্ডল, নয়াদিল্লি: রাজ্যের রেলযাত্রীদের জন্য সুখবর। সোমবার থেকে শিয়ালদহ শাখায় বাড়ানো হল লোকাল ট্রেনের সংখ্যা। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে লোকাল ট্রেনের যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করছে রেল। শুধু ট্রেনের সংখ্যায় নয়, নজর রাখা হয়েছে ট্রেনের গতির উপরেও। রবিবার রেলের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

[আরও পড়ুন: টার্গেট ২০২১-এর বিধানসভা, আট জেলার সভাপতি পদে বদল বিজেপির]

বিভিন্ন রাজ্যের লোকাল এবং দূরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও পশ্চিমবঙ্গ এ ব্যাপারে বঞ্চিতই ছিল। অবশেষে রাজ্যের ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এমনকী, ডিএমইউ ট্রেনকে আপগ্রেড করা হবে বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে, নতুন ছ’টি ইএমইউ লোকাল চালু করা হচ্ছে দক্ষিণ বিভাগে। লক্ষ্মীকান্তপুর-সোনারপুর, সোনারপুর-ক্যানিং, ক্যানিং-সোনারপুর, সোনারপুর-ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার-শিয়ালদহ, শিয়ালদহ-সোনারপুর। এছাড়াও পাঁচটি লোকাল ট্রেনের গন্তব্য বাড়ানো হয়েছে। বর্ধমান-বালগোনা লোকালকে বাড়িয়ে কাটোয়া পর্যন্ত করা হয়েছন। শিয়ালদহ-সোনারপুর লোকালের গন্তব্য বাড়ানো হয়েছে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত। হাসনাবাদ-প্রিন্সেপ ঘাট লোকালের গন্তব্য বাড়িয়ে মাঝেরহাট পর্যন্ত করা হয়েছে এবং বিবাদি বাগ-শিয়ালদহ লোকালের গন্তব্য বাড়িয়ে বারুইপুর পর্যন্ত করা হয়েছে।

Advertisement

সেইসঙ্গে যুক্ত হয়েছে নতুন হল্টও। হাওড়ার ব্যান্ডেল-কাটোয়া লাইনে বাঁশবেড়িয়া ও ত্রিবেণীর মাঝে ইসলামপাড়া হল্টকে নতুন যুক্ত করা হয়েছে। একাধিক ট্রেন যেগুলি নিয়মিত চলত না সেগুলি প্রতিদিন চালানোর সিদ্ধান্তও নিয়েছে রেলমন্ত্রক। বর্ধমান-রামপুরহাট ডিইএমইউ এবং আজিমগঞ্জ-রামপুরহাট ডিইএমইউ এখন থেকে সাতদিনই চলবে। আজিমগঞ্জ, কাটোয়া ও নলহাটি লাইনে চারটি ট্রেনকে ডিইএমইউ থেকে এমইএমইতে পরিবর্তন করা হয়েছে। এছাড়াও হাওড়া বিভাগ ও শিয়ালদহ বিভাগে বেশ কিছু মেমু প্যাসেঞ্জার এবং ইএমইউ ট্রেনকে নিয়মিত করেছে ভারতীয় রেল। হাওড়া, তারকেশ্বর, শেওড়াফুলি এবং আরামবাগ লাইনে মোট ১০টি ইএমইউ ট্রেন এবং আরামবাগ-আজিমগঞ্জ লাইনের মেমু প্যাসেঞ্জারকে নিয়মিত করা হয়েছে। শিয়ালদহ বিভাগে এরকম মোট ১২টি স্পেশাল ইএমইউ চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। লালগোলা, হাসনাবাদ, বারাসাত, রানাঘাট, বারুইপুর, সোনারপুর, চম্পাহাটি, ঘুটিয়ারি শারিফ লাইনেই ১২টি ইএমইউ ট্রেনকে নিয়মিত করা হয়েছে।

Advertisement

সেইসঙ্গে সময়ের পরিবর্তনও হয়েছে অনেক ট্রেনের। যার মধ্যে এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন দুই রয়েছে। হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস ১৭.৩৫ এর বদলে ১৮.০০ টায় ছাড়বে। হাওড়া-যোধপুর এক্সপ্রেসের ছাড়ার সময়কে পাঁচ মিনিট বাড়ানো হয়েছে। অপরদিকে, হাওড়া-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের সময় ৫ মিনিট এগিয়ে দেওয়া হয়েছে। লালগোলা-শিয়ালদহ লাইনের ভাগীরথী এক্সপ্রেস, ধনধান্য এক্সপ্রেস এবং হাজারদুয়ারী এক্সপ্রেস লালগোলা থেকে ছাড়ার সময়েরও পরিবর্তন করা হয়েছে। ভাগীরথী এক্সপ্রেস সকাল ৫.৩৫-এর বদলে ৫.৪০ ছাড়বে লালগোলা থেকে। যেখানে ধনধান্য এক্সপ্রেস সকাল ৬.৪৫-এর বদলে ৭টায় ছাড়বে লালগোলা থেকে এবং হাজারদুয়ারী এক্সপ্রেস বিকেল ৪.২৫-এর বদলে ৪.৩০-এ ছাড়বে লালগোলা থেকে। এছাড়াও ১৩টি হাওড়া ডিভিশন এবং ২৭টি শিয়ালদহ ডিভিশনের ইএমইউ ট্রেনের সময়েরও পরিবর্তন করা হবে বলেই জানিয়েছে রেল দপ্তর।

[আরও পড়ুন: এবার চুড়ির মধ্যে লুকিয়ে মাদক পাচার, ধৃত ১]

পাশাপাশি বর্ধমান-রামপুরহাট-নলহাটি-আজিমগঞ্জ লাইনে ৫টি ডিএমইউ ট্রেনকে মেমু ট্রেনে পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনগুলি এখন থেকে প্রতিদিন চলবে এই লাইনে। শিয়ালদহ-মুজফফপুর ফাস্ট প্যাসেঞ্জারকেও পরিবর্তন করে এক্সপ্রেস ট্রেন করা হয়েছে এবং সেইসঙ্গে গন্তব্যও বাড়ানো হয়েছে। এই ট্রেনটি এখন থেকে সীতামারি পর্যন্ত চলবে। এছাড়াও ট্রেনটির নাম ও নম্বর পরিবর্তন করে করা হয়েছে শিয়ালদহ-সীতামারি-শিয়ালদহ এক্সপ্রেস। সব পরিবর্তন ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ