Advertisement
Advertisement

Breaking News

রাজ্য সরকারের উদ্যোগে পড়ুয়াদের জন্য এবার ‘আই লাইব্রেরি’

কী থাকবে এই আই লাইব্রেরিতে? নিগমের তরফ থেকে জানা যায়, আই লাইব্রেরির পুরো নাম ইনফো লাইব্রেরি৷ তবে নাম লাইব্রেরি হলেও কোনও বই থাকবে না এখানে৷

internet service for students of villages

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 26, 2016 10:17 am
  • Updated:June 26, 2016 11:16 am

ব্রতদীপ ভট্টাচার্য: এবার শহরের মতো প্রতিটি গ্রামেও ইন্টারনেটের সুযোগ-সুবিধা পাবেন ছাত্র-ছাত্রীরা৷ রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের প্রতিটি ব্লকে তৈরি হচ্ছে আই লাইব্রেরি৷ আগামী এক বছরের মধ্যে সব ব্লকে আই লাইব্রেরি পরিষেবা চালু হয়ে যাবে বলে জানা যাচ্ছে৷ মেধা ও প্রতিভায় শহরের সঙ্গে টেক্কা দিচ্ছে গ্রামবাংলা৷ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা জয়েন্ট, প্রতিটি ক্ষেত্রেই শহরের সঙ্গে গ্রামের লড়াই চলছে সেয়ানে সেয়ানে৷ তবে এই অনলাইনের যুগে রাজ্যের সর্বত্র ইন্টারনেট পরিষেবা না পৌঁছনোর কারণে এক ধাপ পিছিয়ে পড়েছে গ্রাম৷ সেই অভাব মেটাতেই এবার রাজ্যের প্রতিটি ব্লকে আই লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের এসসি, এসটি ও অনগ্রসর শ্রেণির অর্থ এবং উন্নয়ন নিগম৷

কী থাকবে এই আই লাইব্রেরিতে? নিগমের তরফ থেকে জানা যায়, আই লাইব্রেরির পুরো নাম ইনফো লাইব্রেরি৷ তবে নাম লাইব্রেরি হলেও কোনও বই থাকবে না এখানে৷ প্রতিটি আই লাইব্রেরিতে থাকবে কয়েকটি কম্পিউটার ও ব্রডব্যান্ড কানেকশন৷ যার মাধ্যমে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন ছাত্র-ছাত্রীরা৷

Advertisement

সম্প্রতিকালে বিভিন্ন সরকারি অথবা বেসরকারি পরীক্ষায় অনলাইন ফর্ম ফিলআপ করার জন্য গ্রাম থেকে শহরে ছুটতে হয় ছাত্র-ছাত্রীদের৷ প্রত্যেক ব্লকে আই লাইব্রেরি হওয়ার ফলে, গ্রামে বসেই অনলাইনে এইসব কাজকর্ম করতে পারবেন তাঁরা৷ ছাত্র-ছাত্রীরাদের যে কোনও সমস্যা সমাধানের জন্য প্রতিটি আই লাইব্রেরিতে একজন করে হেল্পার থাকবেন৷ প্রতি ব্লকে আই লাইব্রেরি হওয়ার ফলে রাজ্যের প্রত্যন্ত গ্রামের ছাত্র-ছাত্রীরাও হাতের মুঠোয় পেয়ে পৃথিবীকে৷ এস সি, এসটি ও অনগ্রসর শ্রেণির অর্থ এবং উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস জানান, পরীক্ষামূলকভাবে রাজ্যের বারোটি ব্লকে এই আই লাইব্রেরি চালু করা হয়েছিল৷ যার মধ্যে দশটি উত্তরবঙ্গে এবং বাকি দু’টি উত্তর ২৪ পরগনার বাগদা ও বনগাঁয়৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ