Advertisement
Advertisement

Breaking News

দুর্নীতির অভিযোগে সূর্যর স্ত্রীকে জেরা গোয়েন্দাদের

স্বেচ্ছাসেবী সংগঠনের নামে লক্ষ-লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে সূর্যকান্ত মিশ্রর স্ত্রী উষা মিশ্রকে জেরা করলেন দুর্নীতিদমন শাখার গোয়েন্দারা৷

Investigators ask Surjyakanta's Wife over corruption
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2016 7:42 pm
  • Updated:June 14, 2016 7:42 pm

স্টাফ রিপোর্টার:  স্বেচ্ছাসেবী সংগঠনের নামে লক্ষ-লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে সূর্যকান্ত মিশ্রর স্ত্রী উষা মিশ্রকে জেরা করলেন দুর্নীতিদমন শাখার গোয়েন্দারা৷

একটি সংস্থাকে পূর্ব মেদিনীপুর ও লাগোয়া এলাকায় এইডসের বিরু‌দ্ধে ওষুধ ও অন্য সামগ্রীর জন্য টাকা দিলেও সঠিক খরচ করা হয়নি বলে অভিযোগ ওঠে৷ সেই সময় সূর্যবাবু রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন৷ রাজ্যে ক্ষমতা বদলের পরই বিষয়টি প্রকাশ্যে আসে৷ স্বাস্থ্য দফতরের অডিট রিপোর্টে গরমিল ধরা পড়ে৷ এরপরই সিপিএমের রাজ্য সম্পাদকের স্ত্রী, এক আত্মীয় ও সংস্থার তিন কর্মী-সহ মোট পাঁচজনের বিরু‌দ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে গোয়েন্দা সংস্থা৷

Advertisement

প্রাক্তন বিরোধী দলনেতার স্ত্রীকে আগেও জেরা করা হয়েছিল৷ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ নিউ সেক্রেটারিয়েট ভবনে তিনি যান৷ তার আগে তিনি বলেন, “আমি ভগবানীপুর নারী কল্যাণ সমিতির সেক্রেটারি নই৷ তবু যাচ্ছি৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ