Advertisement
Advertisement

রাজ্যে লগ্নি বাড়ছে পর্যটন শিল্পে, খুশি মুখ্যমন্ত্রী

কলকাতায় জে ডবলিউ ম্যারিয়ট হোটেলের উদ্বোধনে এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

Investment on Tourism gets increased, CM seems satisfied
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 26, 2016 9:53 am
  • Updated:June 23, 2022 6:19 pm

স্টাফ রিপোর্টার: রাজ্যে পর্যটন শিল্প বাড়ছে৷ ভিনদেশের পর্যটকরা আসছেন৷ তাই হোটেল ব্যবসা বাড়ছে৷ একের পর এক বিলাসবহুল হোটেল খুলছে রাজ্যে৷ কলকাতায় জে ডবলিউ ম্যারিয়ট হোটেলের উদ্বোধনে এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি বলেন, “দীপাবলির আগে কলকাতাকে আলোকিত করল ম্যারিয়ট হোটেল৷ আপনারা এগিয়ে যান৷ আমরা সঙ্গে আছি৷” পাশাপাশি আগামী ২০-২১ জানুয়ারি বেঙ্গল গ্লোবাল সামিট হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যে কোনও প্রকল্প যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সরকার সবসময় সাহায্য করে৷ সহযোগিতা করে৷ কলকাতা হল নেপাল, ভুটান, বাংলাদেশ শুধু নয়, ব্যাংকক, সিঙ্গাপুর, মায়ানমারের গেটওয়ে৷ পর্যটকদেরও পছন্দের গন্তব্য৷ শিল্পও বাড়ছে৷ বহু হোটেল তো আছে৷ নতুন অনেকে আসছে৷ ব্যবসা না হলে তারা আসত?”

সায়েন্স সিটির কাছেই ম্যারিয়ট গোষ্ঠীর হোটেল দরজা খুলল মঙ্গলবার৷ যদিও পুরোপুরি পরিষেবা চালু হতে আরও কয়েকদিন লাগবে৷ কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু বুকিং হয়ে গিয়েছে৷ মনি গোষ্ঠী ও সত্ত্বা গোষ্ঠীর হাত ধরে কলকাতায় পা রাখল ম্যারিয়ট৷ ২৮১টি ঘর, মহানগরের সর্ববৃহৎ বলরুম, নিশি-উপভোগের জন্য নাইট ক্লাব ‘গোল্ড’, সুইমিং পুল, স্পা এবং আরও অনেক কিছু, যার জন্য সেপ্টেম্বর পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১২০০ কোটি টাকা৷ যে প্রকল্পের উদ্বোধনে চিফ অপারেটিং অফিসার রাজীব মেমন বলেছেন, “কলকাতা সম্পর্কে ধারণা বদলেছে৷ এক সময় সুনামে কিছুটা হলেও ঘুন ধরেছিল, এখন সেই অবস্থা বদলেছে৷” এজন্য মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছেন তিনি৷ অর্থমন্ত্রীর সহযোগিতার কথা বলে তাঁর মন্তব্য, “উনিও এই প্রকল্প গড়ে তোলার জন্য নানাভাবে সাহায্য করেছেন, উৎসাহিত করেছেন৷”

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ