Advertisement
Advertisement

Breaking News

Nawsad Siddique questions police attitude towards him

Nawsad Siddique: হাত ধরে টান! ‘পার্থদা হলে এটা করতেন?’, পুলিশকে প্রশ্ন নওশাদের

পুলিশের কাছে ক্রিকেট ম্যাচের স্কোরও জানতে চান নওশাদ।

ISF MLA Nawsad Siddique questions police attitude towards him । Sangbad Pratidin

ছবি: ফাইল

Published by: Sayani Sen
  • Posted:February 13, 2023 3:54 pm
  • Updated:February 13, 2023 4:47 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: আদালতে পেশের সময় একাধিকবার মুখ খুলেছেন ভাঙড় কাণ্ডে ধৃত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। সোমবার তার ব্যতিক্রম হল না। আরও একবার মুখ খুললেন তিনি। তবে এবার পুলিশকে অভিমানী প্রশ্নও ছুঁড়ে দিলেন বিধায়ক। “পার্থদা হলে করতেন?”, প্রশ্ন তাঁর।

গত ২১ জানুয়ারি ভাঙড় কাণ্ডে গ্রেপ্তার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (ISF MLA Nawsad Siddique)। কলকাতা লেদার কমপ্লেক্স থানাতেও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে চার দিনের পুলিশ হেফাজতে ছিলেন তিনি। হেফাজত শেষ হওয়ার পর সোমবার আইএসএফ বিধায়ককে বারুইপুর আদালতে পেশ করা হয়।

Advertisement

[আরও পড়ুন: ধরমশালা নয়, এই মাঠেই হবে তৃতীয় টেস্ট, নাম ঘোষণা করল BCCI]

সেই সময় আদালতের সামনে হাজির ছিলেন আইএসএফ বিধায়কের কর্মী-সমর্থকরা। হাত নাড়তে নাড়তে প্রিজন ভ্যান থেকে নামছিলেন নওশাদ। আচমকাই তাঁর হাত ধরে টানেন এক পুলিশকর্মী। তাতে কিছুটা বিরক্ত হন নওশাদ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তোলেন আইএসএফ বিধায়ক। তিনি পুলিশকে প্রশ্ন করেন, “পার্থদা হলে এটা করতেন?” পালটা পুলিশকর্মীও তাঁকে জবাব দেন। তবে ঠিক কী বলেন, তা আর স্পষ্টভাবে শোনা যায়নি। এদিন ক্রিকেট ম্যাচের স্কোরও জানতে চান ধৃত আইএসএফ বিধায়কও। পুলিশ তাঁকে কোনও কথাই বলতে দিচ্ছে না বলেও দাবি করেন নওশাদ।

Advertisement

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: রোগের ভয় তুচ্ছ করে প্রেমের জোয়ারে HIV পজিটিভ যুগল, সাত পাকে বাঁধা পড়লেন সুনীতা-সৌমিত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ