Advertisement
Advertisement

ফল ঘোষণার দিন থেকে নিখোঁজ, অবশেষে বাড়ি ফিরলেন পঞ্চায়েতে জয়ী বিজেপি প্রার্থী

শাসকদলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ৷

Jalpaiguri: missing BJP candidate returns home After 2 days
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2018 1:24 pm
  • Updated:May 20, 2018 1:24 pm

অরূপ বসাক, মালবাজার: পঞ্চায়েত ভোট জিতেছেন৷ কিন্তু, ফল ঘোষণার পর আচমকাই এক বিজেপি প্রার্থী নিখোঁজ হয়ে গিয়েছিলেন বলে অভিযোগ৷ অবশেষে বাড়ি ফিরলেন তিনি৷ বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোটে ফল ঘোষণার পর তাদের প্রার্থীকে অপহরণ করেন শাসকদলের কর্মী-সমর্থকরা৷ দু’দিন ধরে আটকে রেখে শাসকদলে যোগ দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়৷ বাড়ি ফিরলেও এখনও আতঙ্ক কাটেনি ওই বিজেপি প্রার্থীর৷ অপহরণের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ বরং ওই বিজেপি প্রার্থী নিজেই লিখিতভাবে শাসকদলে দলে যোগ দিতে চেয়েছেন বলে দাবি করেছে তারা৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজারে৷

[গণনায় কারচুপির অভিযোগ, প্রশাসনিক ভবন ঘেরাওয়ের ডাক বিজেপির]

Advertisement

ওই বিজেপি প্রার্থীর নাম মানোবেশ রায়৷ মালবাজার মহকুমার রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন তিনি৷ বৃহস্পতিবার ফল ঘোষণার পর জানা যায়, জিতে গিয়েছেন মানোবেশ৷ বিজেপির অভিযোগ, ফল ঘোষণার পরই উধাও হয়ে গিয়েছিলেন বছর বাইশের ওই যুবক৷ তাঁর মোবাইল সুইচড অফ ছিল৷ বিজয়ী প্রার্থীর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে পারছিলেন না বিজেপি স্থানীয় নেতারা৷ উৎকণ্ঠায় ছিলেন পরিবারের লোকেরা৷ অবশেষে শনিবার বিকেলে নিজে থেকে বাড়ি ফিরলেন সদ্য নির্বাচিত পঞ্চায়েত সদস্য মানোবেশ রায়৷ পরিবারের দাবি, বাড়ি ফিরে মনমরা হয়ে রয়েছেন তিনি৷ বাড়ির লোকেদের সঙ্গে ঠিকভাবে কথাও বলছেন না৷ জয়ী বিজেপি প্রার্থী মানোবেশ রায়ের বক্তব্য, তিনি আ্ত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন৷

Advertisement

[বাম-কংগ্রেস জোটের ছাপও পড়ল না গ্রামীণ হাওড়ায়, জয় তৃণমূলেরই]

স্থানীয় বিজেপি নেতা স্বপন কর অবশ্য দাবি, দলের প্রার্থীকে অপহরণ করেছিলেন শাসকদলের নেতা কর্মীরা৷ মানোবেশ রায়কে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি শহরে৷ দু’দিন আটকে রেখে শাসকদলের যোগ দেওয়ার জন্য হুমকিও দেওয়া হয়৷ বছর বাইশের ওই তরুণ এতটাই আতঙ্কে ভুগছেন, যে সেকথা স্বীকার করতে চাইছেন না৷ যদিও বিজেপি প্রার্থীদের অপহরণের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেত্রী আনিমা খাতুন৷ তাঁর দাবি, জলপাইগুড়িতে গিয়ে মানোবেশ রায় নিজেই লিখিতভাবে শাসকদলের যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন৷ তবে এখনই তাঁকে দলে নেওয়া হবে না জানিয়ে দেওয়া হয়েছে৷ মালবাজারের রাজাডাঙা পঞ্চায়েতে ক্ষমতা দখল করেছে তৃণমূল৷ একটি আসনে জিতেছে বিজেপি৷

[তৃণমূলকে ভোট না দেওয়ায় মহিলাকে ৩০০ বার ‘ওঠবোসে’র শাস্তির অভিযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ