Advertisement
Advertisement

Breaking News

জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের ফলপ্রকাশ রবিবার

রবিবার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ করবে রাজ্যের জয়েন্ট এণ্ট্রান্স বোর্ড৷ র‍্যাঙ্কিংয়ে প্রথমের দিকে থাকা ছাত্র-ছাত্রীদের তালিকাও প্রকাশ করা হবে৷ ইঞ্জিনিয়ারিং ছাড়াও আর্কিটেকচার ও ফার্মেসি নিয়ে ডিগ্রি কোর্সে পড়তে হলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়৷ ওইদিন বিকেল চারটের পর এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে৷

Joint entrance engineering result will be out on Sunday

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2016 11:37 am
  • Updated:June 3, 2016 11:37 am

স্টাফ রিপোর্টার: রবিবার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ করবে রাজ্যের জয়েন্ট এণ্ট্রান্স বোর্ড৷ র‍্যাঙ্কিংয়ে প্রথমের দিকে থাকা ছাত্র-ছাত্রীদের তালিকাও প্রকাশ করা হবে৷ ইঞ্জিনিয়ারিং ছাড়াও আর্কিটেকচার ও ফার্মেসি নিয়ে ডিগ্রি কোর্সে পড়তে হলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়৷ ওইদিন বিকেল চারটের পর এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে৷ www.wbjeeb.nic.in, www.exametc.com, www.examresults.com, www.india results.com, www.westbengaleducation.net ও www.results.westbengaleducation.net ওয়েবসাইটে ফল প্রকাশ করবে বোর্ড৷ এছাড়াও WBJEE> রোলনম্বর লিখে ৫৪২৪২, ৫৬২৬২ এবং ৫৬৭৬৭৫০ নম্বরে এসএমএস করলেও ফল জানা যাবে৷ লক্ষাধিক পড়ুয়া এই পরীক্ষায় বসেছিল৷ র‍্যাঙ্কিংয়ে কতজনের তালিকা প্রকাশ হবে তা বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত ঠিক করতে পারেনি বোর্ড৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ