রঞ্জন মহাপাত্র, কাঁথি: সচেতন হয়ে পরিচ্ছন্ন রাখুন সমুদ্র সৈকত, ঠিক এই বার্তা দিতেই মন্দারমনির সমুদ্র সৈকতে সাফাই অভিযানে শামিল হলেন পূর্ব মেদিনীপুর জেলার সাংবাদিকরা। আগামিকাল বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে বিশেষভাবে আয়োজন করা হয় এই কর্মসূচীর৷ সাধারণ পর্যটকদের মধ্যে সচেতনতা ছড়াতে নানা কর্মসূচী গ্রহণ করেন সমবেত সাংবাদিকরা৷
[অপেক্ষার অবসান, ৩ দিনের মধ্যেই বর্ষা আসছে উত্তরবঙ্গে]
এই অভিযানে হাতে হাত রেখে যৌথভাবে কাজ করে পূর্ব মেদিনীপুর রিপোটার্স ফোরাম ও মন্দারমনি কোস্টাল থানা৷ পলিথিন, প্লাস্টিক বর্জন করার সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় সমুদ্র তীরবর্তী এলাকার সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে৷ সমুদ্রতটগুলিকে স্বচ্ছ, সুন্দর ও দূষণমুক্ত করতে সোমবার সকাল থেকে নোংরা আবর্জনা সাফাই করেন জেলার সাংবাদিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্দারমনি কোস্টাল থানার ওসি রাজকুমার দেবনাথ, রামনগর ব্লকের বিডিও প্রীতম সাহা৷
[সমাজবিরোধীদের দৌরাত্ম্যে তিতিবিরক্ত মানুষ, চুঁচুড়ায় বিক্ষোভের মুখে বিধায়ক]
বিডিও বলেন, পর্যটনকেন্দ্রগুলিকে পরিষ্কার রাখলে তবেই দূষণমুক্ত সৈকতে পর্যটকরা মুক্ত বাতাস অনুভব করতে পারবেন। প্রশাসনও এই কাজে সাহায্য করবে এবং নজরদারি চালাবে বলে জানান মন্দারমনি কোস্টাল থানার ওসি রাজকুমার দেবনাথ৷ পূর্ব মেদিনীপুর রিপোটার্স ফোরামের সম্পাদক রঞ্জন মহাপাত্র জানান, খবরে মাঝেমাঝেই উঠে আসে সমুদ্র সৈকতগুলি অপরিচ্ছন্ন রয়েছে৷ তবে কেবল খবর করেই দায় ঝেড়ে ফেলার পক্ষপাতি নন তিনি৷ বলেন, নিজেদের এগিয়ে এসে সচেতনতা জাগানোরও প্রয়োজন রয়েছে৷ এই উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেছে সবপক্ষই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.