Advertisement
Advertisement
Jutemill

‘কাজ নেই, বাঁচতে ইচ্ছা করে না’, আক্ষেপ করে আত্মঘাতী নৈহাটির জুটমিল কর্মী

পুজোর আগে কাজ হারিয়েছিলেন বছর পঞ্চান্নর সমীর বিশ্বাস, ভুগছিলেন অবসাদে।

Jutemill labour at Naihati kills self by hanging after lossing job from Durga puja | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 5, 2024 7:19 pm
  • Updated:January 5, 2024 7:19 pm

অর্ণব দাস, বারাকপুর: পুজোর আগে কর্মহীন হয়েছিলেন। নতুন বছরেও জীবিকার সন্ধান মেলেনি। সংসারে আর্থিক অনটন ক্রমশই বাড়ছিল। আর সেই অবসাদ থেকেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী (Suicide) হলেন এক জুটমিল কর্মী। উত্তর ২৪ পরগনার নৈহাটির ঘটনা। নৈহাটির (Naihati) ৮ নম্বর বিজয়নগর আনন্দময়ী পল্লির বাড়ি থেকে উদ্ধার হল তাঁর দেহ। মৃতের নাম সমীর বিশ্বাস, বয়স ৫৫ বছর। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, সমীরবাবু নৈহাটির নদিয়া জুটমিলের (Jutemill) কর্মী ছিলেন। পুজোর আগে কাজ থেকে বরখাস্ত হন তিনি। তার পর থেকেই অবসাদে ভুগছিলেন। বাসন্তী বিশ্বাস নামে সমীরবাবুর এক আত্মীয় জানাচ্ছেন, ”পুজোর আগে কাজ চলে গিয়েছিল। তার পর থেকে সংসারে টানাটানি চলছিল। তবে কয়েকদিন ধরে খুব ভেঙে পড়েছিলেন। বলতেন, কাজ নেই, আমার বাঁচতে ইচ্ছা করে না। আজ সকালে দেখলাম এমন ঘটনা।”

Advertisement

[আরও পড়ুন: গঙ্গাসাগর মেলার আগেই যাত্রা শুরু ক্রুজের, ২ ঘণ্টায় পৌঁছবেন কচুবেড়িয়া

বিজয়নগরের আনন্দময়ী পল্লিতে বাড়ি সমীর বিশ্বাসের। শুক্রবার সকালে তাঁর স্ত্রী এবং ছেলে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা বাইরে থেকে আটকানো। স্বামীকে বহুবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাঁদের সন্দেহ হয়। এর পর কোনওক্রমে ঘরের দরজা ভেঙে বেরিয়ে আসেন। বারান্দায় সমীরবাবু ঝুলন্ত দেহ (Hanging deadbody) দেখতে পেয়ে আঁতকে ওঠেন স্ত্রী ও ছেলে। প্রাথমিক ধাক্কা সামলে নৈহাটি থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বাড়ির অভিভাবককে হারিয়ে দিশেহারা পরিবার।

Advertisement

[আরও পড়ুন: ‘সরকার কাজ না করলে সংবিধান নিজের পথে চলবে’, সন্দেশখালি নিয়ে মন্তব্য রাজ্যপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ