নিজস্ব সংবাদদাতা,বনগাঁ: কালীমন্দিরের প্রণামী বাক্স ভেঙে ভয়াবহ চুরির অভিযোগ। প্রায় লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটল বনগাঁয়। শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ-বাগদা মেন রোডের ধারে পুরভার এক নম্বর ওয়ার্ডের মাতৃসেবা সংঘ কালীমন্দিরে। শনিবার সকালে মন্দিরের কাজ করতে আসা মহিলাই প্রথম দেখেন প্রধান প্রবেশদ্বারের ভিতরে থাকা প্রণামী বাক্সটি ভাঙা অবস্থায় পড়ে আছে। তিনিই সবাইকে বিষয়টি জানালে চুরির ঘটনায় দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বনগাঁ শহরে একের পর এক চুরির ঘটনা ঘটছে। তবে তদন্তে নেমে এখনও পর্যন্ত কোনও চুরিরই কিনারা করতে পারেনি পুলিশ। স্বভাবতই ক্ষোভে ফুটছিলেন বাসিন্দারা। এদিকে শনিবার সকালে কালীমন্দিরের প্রণামী বাক্স ভেঙে লক্ষাধিক টাকার চুরি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। শুরু হয় বিক্ষোভ অবরোধ। অবরোধের জেরে বনগাঁ-বাগদা ও বনগাঁ-চাকদহ রোড অবরুদ্ধ হয়ে পড়ে।তীব্র যানজটের সৃষ্টি হয়। গোটা গটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়। সাফ জানানো হয়, যতক্ষণ না চোর ধরা পড়বে, ততক্ষণ বিক্ষোভ চলবে। এদিকে বিক্ষোভের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। পরে বনগাঁ থানে থেকে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
[ভাইফোঁটার রাতে বোনের শ্লীলতাহানি রুখতে গিয়ে আক্রান্ত দাদা]
স্থানীয়রা জানান, বছরখানেক আগেই মহাসমারোহের সঙ্গে মাতৃসেবা সংঘ কালীমন্দিরটি তৈরি হয়। দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন। মন্দিরে মায়ের নিত্যপূজা হয়। সেখানেই কিনা চুরি করল দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।