BREAKING NEWS

৫ আশ্বিন  ১৪৩০  শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

WB Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা, মেধাতালিকায় ঠাঁই পেল না কলকাতার কোনও পড়ুয়া

Published by: Tiyasha Sarkar |    Posted: May 19, 2023 10:42 am|    Updated: May 19, 2023 12:06 pm

WB Madhyamik Result 2023: Katwa girl clinches first position

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাধ্যমিকে তাক লাগালো জেলাগুলি। তবে মেধাতালিকায় ঠাঁই পেল না কলকাতা। প্রথম স্থানে বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। দ্বিতীয় স্থানে  বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র শুভম পাল ও মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্কুলের রিফাত হাসান সরকার।  

মাধ্যমিক পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় শুক্রবার ফল (Madhyamik Result) প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবারের মেধা তালিকাতেও জয়জয়কার জেলার। মেধা তালিকায় ঠাঁই পেয়েছে ১১৮ জন। তাদের মধ্যে মালদহের ২১ জন পড়ুয়া। প্রথম স্থানে বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। দ্বিতীয় স্থানে  বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র শুভম পাল ও মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্কুলের রিফাত হাসান সরকার।  তাদের প্রাপ্ত নম্বর ৬৯১।  প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৃতীয় স্থানে মোট ৬ জন। টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের পড়ুয়া অর্ক মণ্ডল। বেড়াচাঁপা দেউলিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র সৌম্যদীপ মল্লিক। সারওয়ার ইমতিয়াজ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া মাহির হাসান, স্বরাজ পাল, অর্ঘ্যদীপ সাহা। এদের প্রাপ্ত নম্বর ৬৯০। 

[আরও পড়ুন: পালিয়েও প্রাণরক্ষা হল না, কটকের হাসপাতালে মৃত এগরা বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগ]

২০২৩ এর মাধ্যমিকে চতুর্থ স্থানে বেলদা কুমুদিনি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সমাদ্রিতা সেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অনিশ বারুই, রঘুনাথ বেড়া হাই স্কুলের তুহিন বেড়া ও বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের অর্ক বন্দ্যোপাধ্যায়। এদের প্রাপ্ত নম্বর ৬৯৮। পঞ্চমস্থানে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের অরিজিৎ মণ্ডল ও শুভজিৎ দে। পশ্চিম মেদিনীপুর সারদা বিদ্যামন্দিরের সুপ্রভা আদক। বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতনের এসান পাল। এছাড়া পঞ্চম স্থানে অন্বেষা চক্রবর্তী, অনুশ্রেয়া, শুভজিৎ দেব। এবছরের মাধ্যমিকে তাক লাগানো ফল মালদহ ও জঙ্গলমহলের। ফল প্রকাশিত হতেই খুশির হওয়া পরীক্ষার্থীদের পরিবারে। 

মাধ্যমিক পরীক্ষার ফল (WB Madhyamik Result) এবার সরাসরি জানা যাবে ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালেও।  www.sangbadpratidin.in ওয়েবসাইটে ঢুকলেই মাধ্যমিক ফলাফল সংক্রান্ত একটি পপ আপ আপনার নজরে পড়বে। তাতে ক্লিক করুন। তারপর https://result.sangbadpratidin.in ক্লিক করে নির্দিষ্ট জায়গায় ছাত্র বা ছাত্রীর রোল নম্বর এবং জন্মতারিখ টাইপ করলেই কেল্লাফতে। জানা যাবে মাধ্যমিকের ফলাফল।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে