Advertisement
Advertisement

Breaking News

বয়স ষাট ছুঁই ছুঁই, খেলার মাঠে এখনও অজেয় কাটোয়ার শিক্ষক

জাতীয় স্তরের প্রতিযোগিতায় পেলেন একটি সোনা-সহ মোট তিনটি পদক৷

 Katwa's teacher Ajay Mandal wins Gold medal in National Competition
Published by: Tanujit Das
  • Posted:March 3, 2019 7:11 pm
  • Updated:March 3, 2019 7:11 pm

ধীমান রায়, কাটোয়া: জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় আগেও একাধিক পদক অর্জন করেছেন তিনি। এবারও সেই রেকর্ড বজায় রাখলেন কাটোয়ার ৫৮ বছরের শিক্ষক অজয়কুমার মণ্ডল। ন্যাশনাল মাস্টার্স গেমসের দৌঁড় প্রতিযোগিতায় একটি সোনা-সহ মোট তিনটি পদক অর্জন করলেন তিনি৷ এই বয়সেও প্রতিযোগিতার ময়দানে অজেয় হয়ে রইলেন কাটোয়ার এই শিক্ষক। তাঁর এই সাফল্যে স্বভাবতই গর্বিত কাটোয়াবাসী। শনিবার রাতে উত্তরাখণ্ড থেকে বাড়ি ফিরেছেন তিনি। তাঁকে ধন্যবাদ জানাতে বাড়িতে ভিড় জমাচ্ছেন পাড়া-প্রতিবেশিরা।

[গরুচোর সন্দেহে ফের গণপিটুনির শিকার এক ব্যক্তি]

Advertisement

কাটোয়ার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার বাসিন্দা অজয় মণ্ডল। কোশিগ্রাম ইউনিয়ন হাই স্কুলের ক্রীড়া বিভাগের শিক্ষক। ছোট থেকেই খেলাধুলোয় পারদর্শী তিনি। ৪৫ বছর বয়স থেকে ৭৫ বছর বয়সীদের নিয়ে সম্প্রতি দেরাদুনে বসেছিল ন্যাশনাল মাস্টার্স গেমস প্রতিযোগিতা। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। দেশের ২৮টি রাজ্য থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। মোট ৮টি ইভেন্টের মধ্যে ৬টি’ই ছিল দৌড় প্রতিযোগিতার৷ জানা গিয়েছে, ৫৫ থেকে ৬০ বছর বয়সীদের ৮০০ মিটার দৌঁড়ে সোনা জিতেছেন কাটোয়ার অজয় মণ্ডল। এছাড়া ৭০০ মিটার ও ১৫০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি। মোট তিনটি পদক জিতে ঘরে ফিরেছেন ৫৮ বছরের শিক্ষক।

Advertisement

[বিস্ফোরণের তীব্র শব্দে কাঁপল লাভপুর, বাজি কারখানায় বিধ্বংসী আগুন]

এর আগেও ৫০ থেকে ৬০ বছর বয়সীদের নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক স্তরের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা৷ সেখানেও দুটি পদক জিতেছিলেন অজয় বাবু। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ভারত-সহ ২২টি দেশ৷ এছাড়া গত দু-তিন বছরের মধ্যে রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় একাধিক পদক জিতেছেন অজয়। এবার তাঁর মুকুটে যুক্ত হল নয়া পালক। অজয়বাবু ফেরার পর তাঁর বাড়ি শুভেচ্ছা জানাতে আসছেন প্রতিবেশী থেকে পরিজনরা। স্কুলের তরফ থেকেও তাঁকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গিয়েছে। কাটোয়া পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘এই বয়সেও অজয়বাবু যা করেছেন, তা অবিশ্বাস্য। তাঁর এই দক্ষতা আগামী প্রজন্মকে প্রেরণা জোগাবে। কাটোয়াবাসী অজয়বাবুর জন্য গর্বিত।”

ছবি- জয়ন্ত দাস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ