Advertisement
Advertisement

Breaking News

স্মাগলিংয়ের বিরুদ্ধে পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্য পুলিশ ও আবগারি দপ্তরের কাজে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর৷

Keep strict vigil, Mamata asks cops
Published by: Kumaresh Halder
  • Posted:November 30, 2018 3:02 pm
  • Updated:June 21, 2022 7:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিষমদ, বালি খাদান-সহ যেকোনও ধরনের স্মাগলিং রুখতে পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নদিয়ার শান্তিপুর বিষমদ কাণ্ডে উষ্মা প্রকাশ করে পুলিশ ও আবগারি দপ্তরকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে বকেয়া মহার্ঘভাতা মেটানোর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী৷

[সাঁতরাগাছি ওভারব্রিজে পদপিষ্টের ঘটনায় জমা পড়ল তদন্ত রিপোর্ট]

পূর্ব বর্ধমানের কালনায় একটি সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিষমদ কাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন৷ বলেন, ‘‘শান্তিপুরের ঘটনা দুর্ভাগ্যজনক৷ আমি বুঝতে পারছি না, কেন ওঁরা বিষমদ খেতে গেল৷ আমার মনে হয় ওঁরা জেনে বুঝে বিষমদ খাইনি৷ ওঁদের পুরিবারের কী দোষ বলুন৷ আমরা চাই, ওরা ভাল থাক৷ রাজ্য সরকার ওদের পাশে আছে৷ রাজ্য সরকারের তরফে মৃতদের দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে৷ আমি চাই, রাজ্যে যেন এই ধরনের কোনও ঘটনা আর না ঘটে৷’’ এর পরই রাজ্য পুলিশ ও আবগারি দপ্তরের কাজে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘আপনা কী করছেন? আপনাদের রাখা হয়েছে কেন? কীভাবে এই ধরনের ঘটনা ঘটছে? কোথায় কী হচ্ছে দেখুন৷ ব্যবস্থা নিন৷’’ পুলিশকে কড়া ভাষায় নির্দেশ দেন, ‘‘বিষমদ, বালি খাদান ও চোরাচালানের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নিন৷ আমি এই ধরনের কোনও ঘটনা আর বরদাস্ত করব না৷’’  

Advertisement

[কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, ধুন্ধুমার দুর্গাপুর শিল্পতালুকে]

Advertisement

পুলিশ ও আবগারি দপ্তরকে কড়া ভাষায় ধমক দেওয়ার পর সরকারি কর্মীদের ঘুরিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘আমরা কারও চাকরি ছিনিয়ে নিইনি৷ বাম আমলে নিয়োগ হওয়া সমস্ত কর্মীদের আমরা রেখে দিয়েছি৷ ৬০ বছর পর্যন্ত কাজ করার সুযোগও দিয়েছি৷ কিন্তু এখন দেখছি, কাজ নেই কর্ম নেই, শুধু দাও দাও বলে চিৎকার করছে৷ শুধু মুখে দাও দাও বললে হবে? মিটিং-মিছিল করে রাজ্যটা শেষ করে দিয়েছে সিপিএম৷ অনেক সহ্য করেছি, আর নয়৷’’ সরকারি কর্মীদের পাশাপাশি এদিন নোটবন্দি ও মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্র সরকারেরও কড়া ভাষায় সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন, কালনার জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩৯টি নতুন প্রকল্পের উদ্বোধন করেন৷ পাশাপাশি এদিন ৯৮টি নতুন প্রকল্পের শিলান্যাসও করেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ