Advertisement
Advertisement
Arjun Singh

৫০ লাখি গাড়ি চড়েন, হাতে নগদ ১০ লক্ষের বেশি, জানেন কত সম্পত্তির মালিক বিজেপির অর্জুন সিং?

অর্জুন পত্নীর সম্পত্তি কত?

Know how much property Arjun Singh has
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 6, 2024 5:59 pm
  • Updated:May 6, 2024 7:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার ফুল বদলে এবার ফের বিজেপির প্রার্থী বারাপকপুরের দাপুটে নেতা অর্জুন সিং (Arjun Singh)। গোটা এলাকা কার্যত তাঁর হাতের তালুর মতো চেনা এবং নিয়ন্ত্রণে। জানেন কত সম্পত্তির মালিক বিজেপির ‘বাহুবলী’?

পঞ্চম দফায় বারাকপুর লোকসভা আসনে নির্বাচন (Lok Sabha Election 2024)। ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। হলফনামা অনুযায়ী কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। এই মুহূর্তে অর্জুন সিংয়ের হাতে নগদ রয়েছে ১০ লক্ষ ৮ হাজার ৩২৫ টাকা। একাধিক ব্যাঙ্কে এফডিআর রয়েছে তাঁর। ইউকো ব্যাঙ্কের আউথপুর শাখার এফডিআর রয়েছে ২ লক্ষ ১৪ হাজার ৯৬৮ টাকার। ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে এফডিআর ২ লক্ষ ১৬ হাজার ৬৯৭ টাকার। ইউকো ব্যাঙ্কের আউথপুর শাখার সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ২৪ হাজার ৮ টাকা। স্টেট ব্যাঙ্কের (পার্লামেন্ট হাউস ব্রাঞ্চ) সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ২ লক্ষ ৯২ হাজার ৭৪৬ টাকা। ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে রয়েছে ২১ হাজার ৫৯০ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কে রয়েছে ১৫ হাজার ৫৪৯। এইচডিএফসি ব্যাঙ্কে রয়েছে ৪৪ হাজার ৫১৪ টাকা। পোস্ট অফিসে আছে ১০৯৮ টাকা। কোম্পানির শেয়ার রয়েছে ২৪ লক্ষ টাকার। এনএসএস রয়েছে ১ লক্ষ ৬৫ হাজার টাকার।

Advertisement

[আরও পড়ুন: সন্দেশখালি ‘স্টিং’ বিতর্কে মহুয়া গড়ে মুখ খুললেন শাহ, ‘ডিপফেক’, দাবি শুভেন্দুর]

নেহাত কম সোনার মালিক নন অর্জুন। তাঁর নিজের ৫২ গ্রাম সোনা রয়েছে। বর্তমান সময়ে যার বাজার দর ৩ লক্ষ ৮৯ হাজার ৬৮২ টাকা। তাঁর গাড়ির দাম ৪৯ লক্ষ ৭৫ হাজার ১৩০ টাকা। এছাড়া অন্যান্য সম্পত্তি রয়েছে ১০ লক্ষের বেশি টাকার। তবে চাষযোগ্য জমি নেই অর্জুনের নামে। তাঁর যে রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে তাঁর মোট দাম ১ কোটি ৪৫ লক্ষ ১৬ হাজার ৪৫৬ টাকা। গাড়ি-সহ বেশ কিছু ঋণও রয়েছে অর্জুনের। প্রসঙ্গত, অর্জুন পত্নীর হাতে নগদ রয়েছে মাত্র ১০ হাজার টাকা। সোনা রয়েছে ৯৩ গ্রাম।

Advertisement

[আরও পড়ুন: আশুতোষ কলেজের পড়ুয়ার বাড়িতে অস্ত্রভাণ্ডার! ভোট আবহে আচমকা পুলিশি হানায় পর্দাফাঁস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ