Advertisement
Advertisement

Breaking News

মুখ্যমন্ত্রীর উদ্যোগে ভাষা পেল স্বপ্ননীতা

অপারেশনের পর আধো আধো গলায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছে স্বপ্ননীতা৷

Kolkata Girl To Get Back Hearing Ability After Mamata Banerjee's Intervention
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2016 10:18 am
  • Updated:October 27, 2018 5:47 pm

স্টাফ রিপোর্টার: ভাষা পেল স্বপ্ননীতা৷ জন্ম থেকেই কথা বলতে পারত না৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে অবশেষে ভাষা খুঁজে পেল সাত বছরের স্বপ্ননীতা৷ সরকারি খরচে বুধবার এসএসকেএম-এ সফল অস্ত্রোপচার হল তাঁর৷ পূর্ব মেদিনীপুরে মহিষাদলের স্বপ্ননীতা বারিক পড়ে ক্লাস টুতে৷ জন্ম থেকেই মূক-বধির সে৷ কথা বলতে পারে না মোটেই৷ মা-বাবা জানতে পারে, অস্ত্রোপচারে ঠিক হতে পারে এই সমস্যা৷ কিন্তু তার খরচ অনেক৷ মা, বাবার সাধ্যের বাইরে৷ বেসরকারি হাসপাতালে পনেরো লক্ষ টাকা! সরকারি খরচে আট লক্ষ৷ রাজ্যের স্বাস্থ্য দফতর ছোট শিশুদের বিনামূল্যে এই অস্ত্রোপচার করে৷ তবে বয়স পাঁচ বছর পেরিয়ে গেলে সেই অর্থসাহায্য পাওয়া যায় না৷

সাত বছরের স্বপ্ননীতাকে নিয়ে কোথায় যাওয়া যায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষকে সাহায্য করেন৷ শুনেছিলেন স্বপ্ননীতার মা, বাবা৷ ২৩ মে সটান চলে আসেন মুখ্যমন্ত্রীর বাড়ি৷ সে সময় সচিবালয় নবান্নে যাচ্ছিলেন মমতা৷ গাড়ির সামনে কান্নায় ভেঙে পড়া স্বপ্ননীতার মাকে দেখে চালককে বলেন গাড়ি দাঁড় করাতে৷ সবটা শুনে আর দেরি করেননি৷ স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেন, এখনই সাহায্য করতে হবে স্বপ্ননীতাকে৷ বরাদ্দ হয় আট লক্ষ টাকা৷ বুধবারই স্বপ্ননীতার সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত৷ বলেছেন, “একশো শতাংশ সফল হয়েছে অস্ত্রোপচার৷” ছোট বাচ্চাটির কানের হাড়ের ভিতর বসানো হয়েছে একটি ছোট যন্ত্র৷ তিন সপ্তাহ পর সেটিতে চার্জ দেওয়া হবে৷ তার জন্য কানের বাইরে লাগানো থাকবে একটি ইলেকট্রনিক ব্যাটারি৷ এর পরে বাচ্চাকে স্পিচ থেরাপি করাবেন এসএসকেএম-এর চিকিৎসকরা৷

Advertisement

অপারেশনের পর আধো আধো গলায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছে স্বপ্ননীতা৷ তার মা বলেছেন, “মমতাদি গরিব লোককে সাহায্য করেন৷ উনি যা করেছেন তা কোনওদিন ভুলতে পারব না৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ