Advertisement
Advertisement

Breaking News

বৃহস্পতিবার থেকে রাজ্যে টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার থেকে টানা ঝড়-বৃষ্টির কবলে পড়বে রাজ্য৷

Kolkata receives rain yet again, more showers likely
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2016 8:51 am
  • Updated:May 18, 2016 8:51 am

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার থেকে টানা ঝড়-বৃষ্টির কবলে পড়বে রাজ্য৷ বৃষ্টির পূর্বাভাস তো রয়েছেই৷ বিকেলের দিকে প্রতিদিনই ৫০-৬০ কিমি বেগে ঝড় বইবে৷ এমনই সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস৷

বৃহস্পতিবারই বিধানসভা ভোটের ফল প্রকাশ হচ্ছে৷ বিকেল পর্যন্ত গণনাকেন্দ্রগুলিতে ব্যস্ততা থাকবে৷ হাওয়া অফিসের পূর্বাভাসে কপালে ভাঁজ পড়েছে নির্বাচন কমিশনের৷ এদিন নবান্নে্ যান আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ড. গোকুলচন্দ্র দেবনাথ৷ ঝড়-বৃষ্টির মোকাবিলায় বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার থেকে ত্রিপুরা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে৷ এর জেরেই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে৷ বৃষ্টির সঙ্গে হবে কালবৈশাখী৷ এদিন সন্ধ্যার পর তড়িঘড়ি হাওয়া অফিস থেকে উত্তরবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়৷  রাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়৷

Advertisement

(বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ, বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড়)

Advertisement

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গল থেকে শনি প্রতিদিনই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে৷ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়ও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হয়েছে৷ হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে ভোটের ফলপ্রকাশের দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ জানা গিয়েছে, চেন্নাই উপকূল থেকে ১২০ কিমি দূরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে৷ এর জেরে সাইক্লোন আছড়ে পড়তে পারে উপকূলবর্তী অঞ্চলে৷ এই ঘূর্ণিঝড়ের প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও পড়তে পারে৷ এমনই আশঙ্কা৷ সেক্ষেত্রে দুর্যোগ আরও বাড়বে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ