দুর্ঘটনাগ্রস্ত স্কুল বাস। নিজস্ব চিত্র।
অর্ণব দাস, বারাকপুর: দিনের ব্যস্ত সময় বি টি রোডে দুর্ঘটনা। কলকাতা পুলিশের গাড়িতে ধাক্কা মারে স্কুলবাস। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে আগরপাড়ায় বিটি রোডে। গুরুতর আহত অন্তত ১৮ কনস্টেবল। সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। স্কুলে বাসে কোনও পড়ুয়া না থাকায় বড়সড় বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে। তবে দুর্ঘটনার জেরে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিন দুপুরে বারাকপুর বিএসএফ ক্যাম্প থেকে কলকাতার দিকে রওনা দিয়েছিল কলকাতা পুলিশের গাড়ি। আগরপাড়া তেঁতুলতলা মোড়ের কাছে একটি স্কুলের গাড়ি পুলিশের গাড়িটিতে ধাক্কা মারে। দুটি গাড়িই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, আগরপাড়ার কাছে কলকাতামুখী বি টি রোডে সিগন্যালে দাঁড়িয়েছিল পুলিশের গাড়িটি। সেই সময় পিছন থেকে এসে ধাক্কা মারে স্কুলের গাড়িটি। কিন্তু কী কারণে ধাক্কা মারল গাড়িটি, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিএসএফের গাড়িতে দুজন মহিলা-সহ ৪২ জন কনস্টেবল ছিলেন। তার মধ্যে ১৮ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন। আহতদের কামারহাটি সাগর দত্ত হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্কুল বাসে কোন পড়ুয়া ছিল না। স্কুল বাসের চালক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার জেরে বি টি রোড সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে নিয়ে যায়। তার পর যানজট মুক্ত হয় বি টি রোড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.