Advertisement
Advertisement
Kurmi leader Ajit Prasad Mahato's derogatory comments about goddess Durga sparks row

দেবী দুর্গা নিয়ে কুকথা, কুড়মি সমাজের মূল মানতা অজিত মাহাতোকে গ্রেপ্তারের দাবি

রীতিমতো উত্তাল পরিস্থিতি বনমহল পুরুলিয়ায়।

Kurmi leader Ajit Prasad Mahato's derogatory comments about goddess Durga sparks row । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 16, 2023 10:50 pm
  • Updated:September 16, 2023 10:50 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: দেবী দুর্গাকে নিয়ে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা কুকথা বলায় জঙ্গলমহল পুরুলিয়া জুড়ে সমালোচনার ঝড় বইছে। কুড়মি জনজাতিদের একটি অনুষ্ঠানে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা (প্রধান নেতা) অজিতপ্রসাদ মাহাতো দেবী দুর্গাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল (সংবাদ প্রতিদিন ডিজিটাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি) হতেই রীতিমতো উত্তাল পরিস্থিতি বনমহল পুরুলিয়ায়।

শনিবার প্রায় সকাল থেকে কোনরকম রং না দেখে সমস্ত রাজনৈতিক দল পথে নেমে এই ঘটনার তীব্র নিন্দা করে। সেই সঙ্গে কুড়মি সমাজের মূল মানতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। এই ঘটনায় শনিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় পুরুলিয়া শহর-সহ বিভিন্ন প্রান্তে। এদিন পুরুলিয়া সদর থানা ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিক্ষোভ দেখান একাধিক রাজনৈতিক দল সহ নানা ধর্মীয় ও সামাজিক সংগঠন।

Advertisement

[আরও পড়ুন: হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র হাওড়া স্টেশন, লাঠিচার্জ আরপিএফের]

যাকে ঘিরে উত্তাল এই জেলা সেই অজিতপ্রসাদ মাহাতো বলেন, “আমরা মূর্তি পূজা করি না। আমরা প্রকৃতির পূজা করি। যে কথা বলেছি সেই কথা আমি আমার জনজাতির মানুষজনকে বলেছি। এই ভিডিও ভাইরাল কে করেছে আমার জানা নেই। কেউ যদি না জেনে আঘাতপ্রাপ্ত হন সেই জন্য আমি দুঃখিত। এই ঘটনায় আমাকে গ্রেপ্তার করতে পারবে না। গ্রেপ্তার করলে আমি আদালতে জবাব দেব।”

এদিন শহর পুরুলিয়ায় তৃণমূল, বিজেপি, কংগ্রেস। সেই সঙ্গে বজরং দল, ধর্মপ্রসার বিভাগ-সহ একাধিক সামাজিক, ধর্মীয় সংগঠন পথে নেমে অজিত মাহাতোর বক্তব্যের প্রতিবাদ জানায়। সেইসঙ্গে অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে সরব হন তাঁরা। বিজেপির জেলা সহ-সভাপতি গৌতম রায় বলেন, “জগৎজননী মা দুর্গাকে উনি যে ভাষায় কথা বলেছেন তাতে হিন্দু দেব-দেবী, নারী জাতিকে তিনি অপমান করেছেন। অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। এই কথার বিরুদ্ধে যদি তাদের সংগঠন কোনও ব্যবস্থা না নেয়, তাহলে তারা কিন্তু জনরোষের মুখে পড়বে।”

পুরুলিয়া জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “কুড়মি জনজাতির মানুষজনদের দাবিদাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছেন। আমরা তাদের পাশে আছি। কিন্তু এই অজিত মাহাতো যে কথা বলেছেন তার জন্য আমরা তার গ্রেপ্তার চাই। তিনি পুরাণ জানেন না। তিনি হিন্দু দেবদেবী, হিন্দু সমাজকে অপমান করেছেন।” বজরং দলের তরফে অভিমন্যু কুমার বলেন, “অজিত মাহাতোর ওই ধরনের মন্তব্যের বিরুদ্ধে আমরা অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

[আরও পড়ুন: চলন্ত বাইকেই চুম্বনে মত্ত যুগল! ভিডিও ভাইরাল হতেই শোরগোল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement