Advertisement
Advertisement

বিডিও-র উদ্যোগে কুশমণ্ডিতে গড়ে উঠল আদর্শ গ্রাম

উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা৷

 Kushmandi becomes model village
Published by: Kumaresh Halder
  • Posted:August 22, 2018 7:17 pm
  • Updated:August 22, 2018 7:17 pm

রাজা দাস, বালুরঘাট: ব্লক প্রশাসনের উদ্যোগে কুশমণ্ডিতে গড়ে উঠল আদর্শ গ্রাম। ইচ্ছে থাকলে যে উপায় হয়, তা প্রত্যক্ষভাবে দেখিয়ে দিল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে ব্লক প্রশাসন৷ ১৫টি পরিবারকে নিয়ে পরিকল্পনামাফিক বাড়ি তৈরি ও আনুষঙ্গিক পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামটিকে ‘মডেল’ হিসেবে তুলে ধরতে চাইছে ব্লক বা জেলা প্রশাসন৷

[বাড়িতে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল করার হুমকি]

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিকে আদর্শ গ্রামের রূপ দিতে উদ্যোগী ভূমিকা নিয়েছেন বিডিও অমূল্য চন্দ্র সরকার৷ এর আগেও ব্লক প্রশাসন বা পঞ্চায়েত সমিতির অধীনে থাকা কালিকামড়া গ্রাম পঞ্চায়েতের তেজিহার এলাকাকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হয়। প্রত্যন্ত সেই এলাকায় ১৫টি পরিবারকে এমজিএফপির মাধ্যমে পাট্টা বিলিও করা হয়েছে। ১০০ দিনের কাজে ভূমি সংস্কার করা হয়েছে। এরপর গীতাঞ্জলি প্রকল্পের মাধ্যমে বাড়িও তৈরি করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে৷ এসবিএমজি বা এমএমপি তহবিল থেকে শৌচাগার দেওয়ার  পাশাপাশি গ্রাম পঞ্চায়েতর টিউবওয়েল ব্যস্ততা করা হয়েছে৷ কুশমণ্ডি ব্লক ও পঞ্চায়েত সমিতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা ও রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে৷ রয়েছে নিকাশির ব্যবস্থাও৷ তবে, ১৫টি বাড়ি-সহ সবটাই পরিকল্পনা মাফিক করা হয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের৷

Advertisement

[পরিচয় লুকিয়ে নাবালকের সঙ্গে সংসার, ফাঁস গৃহবধূর কীর্তি]

Advertisement

কুশমণ্ডি ব্লকে বিডিও অমূল্য চন্দ্র সরকার জানান, ইচ্ছে থাকলেই কিছু করা সম্ভব তা তিনি বাস্তবে উপলব্ধি করলেন। সব রকম সরকারি প্রকল্পকে কাজে লাগিয়ে মডেল গ্রাম গড়ে উঠলেও শেষে রাস্তার সমস্যা ছিল। ওই গ্রামে ঢোকার ক্ষেত্রে অন্যর জমির উপর দিয়ে যাতায়াত করতে হত। সেই জমির মালিকের সঙ্গে কথা বলে পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় পাঁচ শতক জমি অধিগ্রহণ করে৷ সেই জায়গা দিয়েই কংক্রিটের রাস্তা তৈরি করে তা সংযুক্ত করা হয় প্রধান সড়কের সঙ্গে। এই গ্রামটিকে মডেল করে অন্যান্যরাও এগিয়ে আসতে পারবেন বলে তিনি মনে করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ