Advertisement
Advertisement

Breaking News

নোট বাতিলের প্রতিবাদে সোমবার বাংলা বনধের ডাক বামেদের

২৮ নভেম্বর ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল সিপিআইএম৷

Left calls strike on Monday to protest the decision od Demonitisation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 25, 2016 7:05 pm
  • Updated:November 25, 2016 7:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে সোমবার অর্থাৎ ২৮ নভেম্বর ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল সিপিআইএম৷ সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করা  হল বামেদের পক্ষ থেকে৷

নোট বাতিল ইস্যুতে বিভিন্ন রাজ্যেই আঞ্চলিক দলগুলি বনধ পালনের সিদ্ধান্ত নিয়েছে৷ কেরালায় ইতিমধ্যেই বনধের ডাক দিয়েছে বামেরা৷ একইভাবে এ রাজ্যেও বনধ হবে বলে জানানো  হল৷ নোট বাতিল ইস্যুর পাশপাশি রাজ্যে শিশু পাচার চক্রের প্রতিবাদেও এই বনধ বলে জানা যাচ্ছে৷

Advertisement

একই সঙ্গে ওইদিনই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ এদিন নবান্নে মুখ্যমন্ত্রী এই কর্মসূচি ঘোষণা করেন৷ জানানো হয়, কলেজ স্কয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত হবে এই  প্রতিবাদ মিছিল৷ উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং৷ এরপরই লখনউয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি৷ তবে তৃণমূল কংগ্রেসের তরফে যে কোনও বনধ ডাকা হয়নি তাও  এদিন খোলসা করে দেন তৃণমূল সুপ্রিমো৷

Advertisement

রাজ্যে বামেদের ডাকা এই বনধকে কংগ্রেসও সমর্থন করবে বলে মনে করা হচ্ছে৷ ফলে নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় শাসকদলকে কোণঠাসা করতে জোরদার বিরোধিতার পথেই নামল  রাজ্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ